scorecardresearch
 
Advertisement
পর্যটন

Snowfall At Sikkim: সিকিমে ফের তুষারপাত, বরফে ঢাকল ছাঙ্গু-সোমোগো

সিকিমে তুষারপাত
  • 1/11

ফের সিকিমে তুষারপাত শুরু হয়ে গেল। মরশুমে এটা তৃতীয় তুষারপাত বলে জানা গিয়েছে।

সিকিমে তুষারপাত
  • 2/11

শুক্রবার সকালে আচমকা তুষারপাত শুরু হয়। যা সিকিমের ওই এলাকায় ভ্রমণ করছিলেন, তাঁরা বাড়তি পাওনায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

সিকিমে তুষারপাত
  • 3/11

অনেককেই দেখা যায় সামান্য বরফই জড়ো করে গোলা বানিয়ে ছোড়াছুড়ি খেলতে।

Advertisement
সিকিমে তুষারপাত
  • 4/11

পর্যটকদের বরফের সাক্ষী করতে পেরে খুশি স্থানীয় গাড়িচালক ও বাসিন্দারাও। তাঁদেরও আনন্দে নাচানাচি করতে দেখা যায়।

সিকিমে তুষারপাত
  • 5/11

এমনিতেই দীর্ঘদিন সিকিমে বিপর্যয়ের কারণে পর্যটক কমে গিয়েছে। প্রাকৃতিক এই খেয়াল আশীর্বাদ হিসেবে দেখছেন তারা।

সিকিমে তুষারপাত
  • 6/11

এখনও শীত পড়েনি। তার আগেই মরশুমে তৃতীয়বার তুষারপাত এলাকায় পর্যটকদের টেনে আনবে বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা।
হিমালয়ান হস্পিটালিটি এন্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন তুষারপাত এই সময়ে পর্যটকদের কাছে একটা অন্যতম আকর্ষণ। সব ঠিক থাকলে পর্যটক আরও বাড়বে বলে তিনি আশা করেন।

সিকিমে তুষারপাত
  • 7/11

আগামী কয়েক দিনে সিকিমের একাধিক এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-সিকিম, পূর্ব সিকিমে বিক্ষিপ্ত তুষারপাত হতে পারে বলে সিকিম আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে।

Advertisement
সিকিমে তুষারপাত
  • 8/11

যদিও উত্তর সিকিম আপাতত পর্যটকদের জন্য বন্ধ রয়েছে তাই পূর্ব সিকিমের নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু এলাকাগুলিতে পর্যটকরা তুষারপাত উপভোগ করতে পারবেন।

সিকিমে তুষারপাত
  • 9/11

তবে সকলেই চাইছেন হালকা তুষারপাত থাকুক। তাতে পর্যটন জারি থাকবে, যাতায়াতে কোনও সমস্যা হবে না। ভারী তুষারপাত শুরু হলে এই এলাকাতেও রাস্তা বন্ধ করে দেওয়া হয় বিপজ্জনক হয়ে যাওয়ার কারণে।

 

সিকিমে তুষারপাত
  • 10/11

প্রসঙ্গত ২০২৩ সালের অক্টোবর মাস থেকে সিকিমে রথভাঙ্গা বন্যায় বিপর্যস্ত হয়েছিল তিস্তা নদী। সেইসঙ্গে সিকিম সহ উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যয়ের মুখে পড়ে।

সিকিমে তুষারপাত
  • 11/11

তখন থেকেই বন্ধ রয়েছে উত্তর সিকিম। মাঝে খোলার চেষ্টা করা হলেও ফের ধস ও বিপর্যয়ে তা বন্ধ করে দিতে হয়েছে। তাই এখন রাজ্যের পর্যটনের পুরোটাই নির্ভর করছে পূর্ব ও পশ্চিম সিকিমের উপর।

Advertisement