scorecardresearch
 
Advertisement
দেশ

Mamata at Delhi: দিল্লি পৌঁছেই সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা, কাল মোদীর সঙ্গে সাক্ষাৎ?

Mamata at Delhi
  • 1/8

চার দিনের সফরে  রাজধানী দিল্লিতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Mamata at Delhi
  • 2/8


 এবার তৃণমূলনেত্রীর দিল্লি সফরে সঙ্গী হয়েছেন  দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
 

Mamata at Delhi
  • 3/8

দিল্লি পৌঁছেই দলের সাংসদদের সঙ্গে বৈঠক  বসেন মমতা ও অভিষেক। 
 

Advertisement
Mamata at Delhi
  • 4/8

সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাসভবনে এই বৈঠক আয়োজন করা হয়েছিল।

Mamata at Delhi
  • 5/8

বাদল অধিবেশন, ২০২৪-এর  রোড ম্যাপ-সহ একাধিক বিষয় নিয়ে দলের সাংসদদের সঙ্গে নেত্রীর আলোচনা হয়।

Mamata at Delhi
  • 6/8

আগামী রবিবার নীতি আয়োগের একটি বৈঠকে যোগ দিতেই মূলত এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের  দিল্লি সফর। তবে এবার রাজধানী সফরে তাঁর রয়েছে একাধিক কর্মসূচী। 

Mamata at Delhi
  • 7/8

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক তো রয়েইছে সেইসঙ্গে রাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎ করবেন বাংলার মুখ্যমন্ত্রী।  শনিবার ৪ রাজ্যের অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মমতা।

Advertisement
Mamata at Delhi
  • 8/8

রাজ্যের প্রাক্তন মন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং এসএসসি দুর্নীতি নিয়ে দিল্লিতেও আলোচনা চলছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে আলাদা তাৎপর্য দেখতে পাচ্ছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাই।  এরমধ্যে আগামী শনিবার রয়েছে দেশের উপ-রাষ্ট্রপতি নির্বাচন। সেই সময়ে মমতা থাকছেন দিল্লিতে। 

Advertisement