scorecardresearch
 
Advertisement
দেশ

Bhutan Imposed Strict Rules To Indian Tourists: ভারতের ট্যুরিস্টদের জন্য আরও কড়া ভুটান, যে নিয়মগুলি মানতেই হবে

ভুটান
  • 1/10

ভারতীয় পর্যটকদের জন্য খুলছে ইন্দো-ভুটান গেট। আলিপুরদুয়ারের জয়গাঁ সীমান্তের ফুন্টশোলিংয়ের গেট খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে ভুটান সরকার।

ভুটান
  • 2/10

২৩ সেপ্টেম্বর থেকে ভারতীয়দের জন্য খুলে দেওয়া হবে। এখন শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য আদানপ্রদান করা হয় ওই গেট দিয়ে।

ভুটান
  • 3/10

তবে গেট খুললেও তা অবাধ এবং নিঃশর্ত হবে না। পর্যটকদের জন্য কিছু কড়া বিধি-নিষেধ বেঁধে দেওয়া হয়েছে ভুটান পর্যটনের তরফে।

Advertisement
ভুটান
  • 4/10

ভারতীয় পর্যটকদের ভুটানে প্রবেশের ক্ষেত্রে ১৮ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের ছয় মাসের মেয়াদ যুক্ত বৈধ পাসপোর্ট অথবা ভোটার কার্ড বাধ্যতামূলক। যাঁদের বয়স ১৮ বছরের নীচে, যাঁদের পাসপোর্ট বা এপিক কার্ড নেই, তাঁদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নেওয়ার কথা বলা হয়েছে।

ভুটান
  • 5/10

ভুটান সরকারের তরফে জারি করা নির্দেশিকায় এও বলা রয়েছে, সড়কপথে ভুটানে প্রবেশ করতে হলে এন্ট্রি পারমিট লাগবেই। যা ফুন্টশোলিংয়ের রিজিওনাল ইমিগ্রেশন অফিসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তৈরি করা হবে।

ভুটান
  • 6/10

একইভাবে যাঁরা বিমানে সফর করবেন তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এক্ষেত্রে এন্ট্রি পারমিট তৈরি হবে পারো আন্তর্জাতিক বিমানবন্দরে।

ভুটান
  • 7/10

ভুটানের থিম্পু, পারো ছাড়া অন্য কোথাও যেতে হলে স্পেশাল এরিয়া পারমিট তৈরি করতে হবে ভারতীয়দের। যা থিম্পুর ইমিগ্রেশন দপ্তরে তৈরি হবে।

Advertisement
ভুটান
  • 8/10

জয়গাঁর ভুটানগেট খোলা থাকবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। ভুটানের হোটেলে বুকিংয়ের জন্য এন্ট্রি পারমিট দেখাতে হবে।

ভুটান
  • 9/10

সোমবার ভুটানের ফুন্টশোলিংয়ে নতুন পেডেস্ট্রিয়ান টার্মিনালের উদ্বোধন হল। এই টার্মিনালটির উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী ডঃ এল শেরিং।জয়গাঁ গেট হয়ে সড়কপথে ফুন্টশোলিং শহরে ঢুকতে হলে এই টার্মিনাল ব্যবহার করা ভারতীয়দের পর্যটকদের জন্য বাধ্যতামূলক।

 

ভুটান
  • 10/10

এ ছাড়া এর আগেই ভারতীয় পর্যটক সহ গোটা বিশ্বের জন্যই ভুটানে ডেভলপমেন্ট ফি-এর নামে মোটা টাকা আদায় করা হবে বলে জানানো হয়েছিল। যা নিয়ে ভুটান ও ভারত দুদেশের পর্যটন সার্কিটেই ক্ষোভ রয়েছে। আবারও নতুন বিধি নিষেধ চালু হলে পর্যটকদের ভুটান এড়িয়ে যাওয়ার প্রবণতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে পর্যটন বিশেষজ্ঞদের তরফে।

Advertisement