scorecardresearch
 
Advertisement
দেশ

জহর সরকারকে নিয়ে বিতর্কিত পোস্ট অনির্বাণের,পাল্টা কুণাল

অনির্বাণ ও কুণাল
  • 1/9

জহর সরকার শপথ নিতেই বিজেপি-তৃণমূল তরজা। আসরে অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও কুণাল ঘোষ 

জহর সরকারকে নিয়ে বিতর্কিত পোস্ট
  • 2/9

বুধবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন জহর সরকার। আর তারপরই জহর সরকারকে নিয়ে বিতর্কিত পোস্ট করলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক চরমে। 
 

জহর সরকারকে নিয়ে বিতর্কিত পোস্ট
  • 3/9

আজ টুইটবার্তায় অনির্বাণ গঙ্গোপাধ্যায় জহর সরকারের ছবির পাশে বাঁদরের ছবি পোস্ট করেন। যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। 

Advertisement
জহর সরকারকে নিয়ে বিতর্কিত পোস্ট
  • 4/9

যদিও অনির্বাণকে পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনিও টুইটবার্তায় পাল্টা আক্রমণ করেছেন ওই BJP নেতাকে। 

জহর সরকারকে নিয়ে বিতর্কিত পোস্ট
  • 5/9

সেখানে তিনি লিখেছেন, 'অনির্বাণকে ভুল বুঝবেন না। এটা সেল্ফি মোডে তোলার চেষ্টা। দেশের সর্বকালের অন্যতম সেরা আমলার সঙ্গে নিজের ছবি দেওয়ার শখ। রামের বানরসেনার একজন।' 

জহর সরকারকে নিয়ে বিতর্কিত পোস্ট
  • 6/9

সেই পোস্ট দেখে অনেকেই ওই BJP নেতার নিন্দা করেন। গেরুয়া শিবিরের টিকিটে একুশের বিধানসভা ভোটের প্রাথী হয়েছিলেন অনির্বাণ। তাঁর এই ধরনের পোস্ট কুরুচিকর বলেও মন্তব্য করেন অনেকে। 
 

জহর সরকারকে নিয়ে বিতর্কিত পোস্ট
  • 7/9

নেটিজেনদের একাংশও অনির্বাণের সমালোচনা করেছেন। একজন তো লিখেছেন, 'জহর সরকারের পাশে আপনার ছবিটা দেওয়ার কি খুব দরকার ছিল?' আর একজনের মন্তব্য, 'আপনার শিক্ষাগত যোগ্যতার উপর সন্দেহ আছে। আপনার মাস্টারমশাইরা, আপনার এই Tweet দেখলে লজ্জা পাবেন।' 

Advertisement
জহর সরকারকে নিয়ে বিতর্কিত পোস্ট
  • 8/9

সেদিনই তিনি জানিয়েছিলেন, 'কেন্দ্র সরকারের ত্রুটি, সমালোচনার আরও একটি সুবর্ণ সুযোগ পেলাম। যাঁকে নিয়ে এত সমস্যা এবার তাঁকে সামনে পাব।

জহর সরকারকে নিয়ে বিতর্কিত পোস্ট
  • 9/9

প্রসঙ্গত, আজই বাঙালি বেশে সাদা ধুতি পাঞ্জাবি পরে শপথ নেন জহর সরকার। প্রসার ভারতীর প্রাক্তন প্রধান সোমবার রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হন। 

Advertisement