Advertisement
ভাইরাল

জনবহুল রাস্তার মাঝে শুয়ে পড়লেন নেশায় চুর যুবতী, তারপর যা হল...

  • 1/6

জনবহুল রাস্তা। গাড়ি যাতায়াত করছে। সেই রাস্তার মাঝে আচমকায় এসে শুয়ে পড়লেন এক যুবতী। যা দেখে অবাক সকলেই। ঘটনা মহারাষ্ট্রের পুণের। 

  • 2/6

এই ঘটনা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে লাল রঙের টি শার্ট পরে রয়েছেন ওই যুবতী। তিনি টলতে টলতে মাঝরাস্তায় চলে এলেন। চিৎকার শুরু করলেন। তারপর বসে পড়লেন একেবারে রাস্তার মাঝে। 

  • 3/6

জানা গিয়েছে, ঘটনাটি পুণের নেহরু স্টেডিয়ামের কাছের একটি রাস্তার। ওই রাস্তাটি যথেষ্টই জনবহুল। কিন্তু সেই সবের তোয়াক্কা না করেই রাস্তায় একেবারে মাঝে এসে বসে পড়েন যুবতী। কিছুক্ষণ পর শুয়েও পড়েন। 

Advertisement
  • 4/6

এই ঘটনার পর সেই রাস্তায় যানজট শুরু হয়ে যায়। নিরুপায় মানুষজন যুবতীর পাশ দিয়ে কোনওরকমে যাওয়া আসা শুরু করেন। কেউ কেউ আবার ওই যুবতীর কাছে এগিয়ে গিয়ে তাঁকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধও করেন। কিন্তু কে শোনে কার কথা? 

  • 5/6

যুবতী কোনওভাবেই রাস্তা থেকে সরে যেতে রাজি হননি। বরং কেউ তাঁর কাছে এলেই তিনি চিৎকার শুরু করছিলেন। দেখেশুনে অনেকেই তাঁর কাছ থেকে সরে যান। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই যুবতী এতটাই নেশা করেছিলেন যে তাঁর চলাফেরার ক্ষমতাও ছিল না। 

  • 6/6

এদিকে এই বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের তরফে জানানো হয়, তাদের কাছে এমন কোনও অভিযোগ আসেনি। সেই কারণে, তাঁরা কোনও পদক্ষেপও করতে পারেনি। তবে সোশাল মিডিয়ায় এই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল। 

Advertisement