scorecardresearch
 
Advertisement
দেশ

How to Defeat Covid: এই ১৭ উপায়ে করোনামুক্তি সম্ভব, সামনে নতুন রিপোর্ট

করোনামুক্ত বিশ্ব সম্ভব!
  • 1/7

গত ২ বছর ধরে Corona-র জেরে ত্রস্ত গোটা বিশ্ব। করোনা থেকে কীভাবে মুক্তি সম্ভব? এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন গবেষণা সামনে এসেছে। সম্প্রতি আরও একটি গবেষণা সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে, ১৭টি উপায়ে বিশ্বকে Covid Free করা যেতে পারে। এই নিয়মগুলো মেনে চললে আটকানো যাবে সংক্রমণও। 

করোনামুক্ত বিশ্ব সম্ভব!
  • 2/7

এই গবেষণাটি সামনে এনেছে মেডিকেল জার্নাল গ্লোবাল হেল্থ। সেখানে এও জানানো হয়েছে, এই  ১৭টি উপায় কতটা কার্যকর। এই উপায়গুলির মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, পরিকাঠামোগত উন্নতি, ভ্যাকসিনেশন ও রোগ প্রতিরোধ ক্ষমতার উপর। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে বেশি মনোযোগ দেওয়ার পক্ষেও মত প্রকাশ করা হয়েছে এই গবেষণায়। এছাড়াও এই উপায়গুলির মধ্যে রয়েছে সরকারের মনোভাব, সদিচ্ছা ও করোনা রুখতে তাদের করণীয়। 
 

করোনামুক্ত বিশ্ব সম্ভব!
  • 3/7

এই ১৭ উপায়কে আবার তিনভাগে পর্যালোচনা করা হয়েছে। প্রতিটি উপায় কতখানি কার্যকর হতে পারে, তা নিয়ে দেওয়া হয়েছে স্কোরিংও। গবেষকরা জানিয়েছেন, তাঁদের লক্ষ্য বিশ্বকে করোনা থেকে সম্পূর্ণ মুক্ত করা। এই ১৭ উপায় Smallpox ও polio নিরাময়ে কার্যকর প্রমাণিত হয়েছে বলেও দাবি গবেষকদের। 

Advertisement
করোনামুক্ত বিশ্ব সম্ভব!
  • 4/7

গবেষণার পর বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন যে, পোলিও বা স্মল পক্সের থেকে করোনা আরও ক্ষতিকারক। আর এর কবল থেকে পৃথিবীকে মুক্ত করা সহজ নয়। তারপরও করোনামুক্ত দুনিয়া গড়ে তোলা সম্ভব। তবে সেজন্য অনেক কাজ করতে হবে। 

করোনামুক্ত বিশ্ব সম্ভব!
  • 5/7

গবেষকদের দাবি, করোনাকে হারানোর জন্য সবথেকে জরুরি হল, রাজনীতিবিদদের সচেতনতা ও সরকারের পদক্ষেপ। মানুষের মধ্যে সচেতনচা বাড়ানোর জন্য যা যা করা উচিত, সেগুলি সরকারকে করতে হবে। দীর্ঘমেয়েদী পরিকল্পনা করে এগোতে হবে। 

করোনামুক্ত বিশ্ব সম্ভব!
  • 6/7

গবেষকরা আরও জানিয়েছেন, করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে এখনও বেশ ভয় কাজ করে। তারা টিকাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছেন না। .এতে ভ্যাকসিনেশনে ব্যাঘাত ঘটছে। মানুষের রোগ-প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে। 

করোনামুক্ত বিশ্ব সম্ভব!
  • 7/7

 রিপোর্টে বলা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো ও অত্যাধুনিক করা এখন সব দেশের সরকারের লক্ষ্য হওয়া দরকার। আর দির্ঘমেয়াদী পরিকল্পনার দ্বারাই এই লক্ষ্যে পৌঁছনো সম্ভব। সেজন্য দেশগুলিকে একসঙ্গে বসে এই নিয়ে আলোচনা করা দরকার বলেও মত গবেষকদের। 
 

Advertisement