Advertisement
দেশ

Rahul Gandhi INDIA Bloc Dinner: অভিষেক থেকে অখিলেশ, রাহুলের বাড়িতে INDIA জোটের ডিনারে কী আলোচনা? সব ছবি রইল

  • 1/13

পুজোর পরেই বিহারে বিধানসভা নির্বাচন। তারপর ২০২৬ ঢুকলেই পশ্চিমবঙ্গে ভোট। দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। ইতিমধ্যেই বিহারে SIR প্রক্রিয়ায় ৬৫ লক্ষ ভোটার বাদ পড়েছেন। কমিশন জানিয়ে দিয়েছে, গোটা দেশেই স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা  SIR হবে। যার নির্যাস, বাংলাতেও  SIR হবে। এহেন সময়ে বিজেপি বিরোধী INDIA জোটের অন্যতম টার্গেট যে নির্বাচন কমিশন, তা স্পষ্ট হয়ে গেল কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে INDIA জোটের ডিনার পার্টিতে। 
 

  • 2/13

বৃহস্পতিবার সন্ধ্যায় রাহুলের বাসভবনে INDIA জোটের ডিনারে উপস্থিত ছিলেন বিরোধী দলগুলির প্রায় সব নেতা-নেত্রীই। তৃণমূল কংগ্রেসের তরফে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন। ২৫টি দলের ৫০ জন প্রতিনিধি ডিনার পার্টিতে অংশ নেন। খাওয়াদাওয়ার ফাঁকেই চলল বিরোধীদের পরবর্তী রাজনৈতিক স্ট্র্যাটেজি নির্ধারণও। এদিনের ডিনার পার্টিতে INDIA জোটের ঐক্য চোখে পড়ার মতো ছিল। যে INDIA জোট আদৌ আছে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, রাহুল গান্ধীর আমন্ত্রণে পার্টিতে সেই সংশয় দূর করার চেষ্টা করা হল বলাই যায়।
 

  • 3/13

প্রায় একবছরেরও বেশি সময় আগে এই জোটের নেতা-নেত্রীরা একসঙ্গে মিটিং করেছিলেন।  এদিনের ডিনারে মুখ্য আলোচ্য বিষয় ছিল ভোটার তালিকা সংশোধনের নামে ‘অনিয়ম’, কর্নাটকে ভোটচুরির অভিযোগ, বিহারের SIR বিতর্ক ও জম্মু-কাশ্মীরের রাজ্যত্বের দাবি।

Advertisement
  • 4/13

বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন, যেখানে কর্নাটকের একটি লোকসভা আসনে ‘ভোট চুরি’র অভিযোগের বিস্তারিত তথ্য দেখান তিনি। সংসদে দেওয়া তাঁর বক্তব্যের মতোই এখানে তিনি ভোটার তালিকা ও ভোট গণনা সংক্রান্ত কিছু তথাকথিত 'বুলেটপ্রুফ' প্রমাণ তুলে ধরেন।
 

  • 5/13

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও ডিম্পল যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন, শিবসেনা (উদ্ধব শিবির) প্রধান উদ্ধব ঠাকরে, এনসিপি নেতা শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে, আরজেডির তেজস্বী যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি সহ প্রায় সব বড় বিরোধী দল এই বৈঠকে অংশ নেয়।
 

  • 6/13

এছাড়াও উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু এবং তেলঙ্গানার রেওন্ত রেড্ডি।
 

  • 7/13

CPI নেতা ডি রাজা বলেন, 'রাহুল গান্ধী তাঁর প্রেজেন্টেশনে দেখিয়েছেন, কীভাবে কর্নাটকে ভোটার তালিকায় কারচুপি হয়েছে। তিনি বলেছেন, আজ বিহারে যা হচ্ছে, আগামী দিনে তা দেশের যেকোনও রাজ্যে হতে পারে।' তিনি আরও জানান, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বৈঠকে। কীভাবে সঠিক ভোটারদের নাম বাদ যাচ্ছে, আবার ভুয়ো নাম ঢুকছে, এই বিষয়গুলিই আলোচনায় এসেছে।

Advertisement
  • 8/13

বৈঠকে উপস্থিত কংগ্রেস নেতা গৌরব গগৈ জানান, এটি আনুষ্ঠানিক বৈঠক না হলেও, মূল আলোচ্য বিষয় ছিল বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনী (Special Intensive Revision)। তিনি বলেন, সংসদে যেভাবে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন, সেরকমই একতা দেখা গেল এই মিটিংয়েও।
 

  • 9/13

ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা বলেন, আমরা কাশ্মীর রাজ্য ফিরে পাওয়ার দাবির কথা তুলে ধরেছি। আমাদের প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। পাশাপাশি, কিছু বই নিষিদ্ধ করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছি, যেটি সংবিধানবিরোধী।

  • 10/13

তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েনের উপস্থিতি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। অখিলেশ, উদ্ধব, শরদ পাওয়ারদের উপস্থিতিও বিরোধী শিবিরের জোটবদ্ধ অবস্থানকে জোরদার করেছে। কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়েও নেপথ্যে আলোচনা হয়েছে।

  • 11/13

লোকসভা ভোটে ভাল ফলের পর এই প্রথম এত বড় আকারে একত্রিত হল বিরোধীরা। রাহুল গান্ধীর ভোটচুরি সংক্রান্ত অভিযোগ, বিহারে ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক এবং জম্মু-কাশ্মীরের ভবিষ্যৎ, সবকিছু মিলিয়ে এই বৈঠক হয়ে উঠল বেশ তাৎপর্যপূর্ণ।
 

Advertisement
  • 12/13

কিন্তু যে প্রশ্নগুলি থেকেই যাচ্ছে, তার মধ্যে অন্যতম হল আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সমীকরণ। কারণ, বাংলায় একার শক্তিতেই লড়বে তৃণমূল কংগ্রেস।
 

  • 13/13

কংগ্রেস যদি ফের বামেদের সঙ্গে জোট করে লড়াই করে, তাহলে বাংলায় তৃণমূলের বিরোধী জোট হবে। ভোট ময়দানে সেই জোটকে ধরাশায়ী করার চেষ্টার কসুর করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস কি বাংলায় রণনীতি বদল করবে? ভোট কিন্তু সেই অর্থে আর বেশি দেরি নেই।

Advertisement