scorecardresearch
 
Advertisement
দেশ

এক ডোজেই কাজ, দেশে ট্রায়ালের অনুমতি পেল Sputnik Light

দেশে ট্রায়ালের অনুমতি পেল Sputnik Light
  • 1/6

দেশ খুব শীঘ্রই আরও একটি Corona-র ভ্যাকসিন পেতে পারে। যার নাম Sputnik Light। ভারতে ট্রায়ালের অনুমতি পেল এই ভ্যাকসিন। 

দেশে ট্রায়ালের অনুমতি পেল Sputnik Light
  • 2/6

আর ৫ টা টিকার মতো একটা বা দুটো নয়, মাত্র একটা ডোজেই কাজ সারবে Sputnik Light।  ইতিমধ্যেই DCGI-র তরফে এই ভ্যাকসিনকে ৩ পর্যায়ে ট্রায়ালের অনুমতিও দেওয়া হয়েছে। এই ট্রায়াল সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 
 

দেশে ট্রায়ালের অনুমতি পেল Sputnik Light
  • 3/6

এর আগে জুলাই মাসে এই ভ্যাকসিন দেশে চালু করার সুপারিশ জানিয়েছিল SEC। কিন্তু, ভারতে ট্রায়াল না হওয়ার কারণে  Sputnik Light-কে ছাড়পত্র দেওয়া হয়নি। 
 

Advertisement
দেশে ট্রায়ালের অনুমতি পেল Sputnik Light
  • 4/6

CDSCE-র তরফে জানানো হয়েছে, Sputnik Light-এর মধ্যে Sputnik ভ্যাকসিনের সমস্ত গুণ রয়েছে। তাই ভারতে এই ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হতে পারে। এটিও করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন হিসেবে কাজ করবে বলে দাবি করা হচ্ছে।

দেশে ট্রায়ালের অনুমতি পেল Sputnik Light
  • 5/6

CDSCE-র তরফে জানানো হয়েছে, Sputnik Light-এর মধ্যে Sputnik ভ্যাকসিনের সমস্ত গুণ রয়েছে। তাই ভারতে এই ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হতে পারে। এটিও করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন হিসেবে কাজ করবে বলে দাবি করা হচ্ছে।

দেশে ট্রায়ালের অনুমতি পেল Sputnik Light
  • 6/6

কত টাকা দম হবে এই ভ্যাকসিনের? এর আগে জানা গিয়েছিল, রাশিয়া থেকে আমদানি করা এই ভ্যাকসিনের দাম পড়বে ৯৯৫ টাকা ৪০ পয়সা। সেইসঙ্গে ৫ শতাংশ GST যোগ হবে টিকার দামের সঙ্গে।

Advertisement