scorecardresearch
 
Advertisement
দেশ

Cyclone Alert: অশনির পর নতুন ঘূর্ণিঝড়, খোঁজ মিলল ভারত মহাসাগরে

করিম ঘূর্ণিঝড়
  • 1/8

অশনি আঘাত হানতে পারেনি। স্থলভাগে না পৌঁছনোয় তেমন ক্ষয়ক্ষতি করেনি এই ঘূর্ণিঝড়। এবার নতুন বিপদ করিম। ভারত মহাসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় জন্ম নিয়েছে যা দেশের দক্ষিণে অবস্থান করছে জানিয়েছে নাসা।

করিম ঘূর্ণিঝড়
  • 2/8

ভারত মহাসাগরের উত্তর এবং দক্ষিণে জোড়া ঘূর্ণিঝড়ের ছবি ধরা পড়েছে নাসার উপগ্রহ চিত্রে। এই নতুন ঘূর্ণিঝড়ের নাম করিম।

করিম ঘূর্ণিঝড়
  • 3/8

করিমকে প্রথম শ্রেণির হারিকেন ঝড় বলে তকমা দিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার আর্থ অবজারভেটরি।
 

Advertisement
করিম ঘূর্ণিঝড়
  • 4/8

ভারতের মূল ভূখণ্ড থেকে এখনও অনেকটাই দূরে করিম। নাসা জানিয়েছে, অশনি নিরক্ষরেখার উত্তরে ছিল। করিমকে দেখা গিয়েছে নিরক্ষরেখার দক্ষিণে। তবে শক্তির দিক থেকে অশনির থেকে শক্তিশালী করিম। 

করিম ঘূর্ণিঝড়
  • 5/8

বঙ্গোপসাগরে বা ভারতের মূল ভূখণ্ডে করিম প্রবেশ করবে কি না সে ব্যাপারে এখনই বলা যাচ্ছে না। 
 

করিম ঘূর্ণিঝড়
  • 6/8

নাসা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শক্তিশালী হলেও হাওয়ার ঘূর্ণন বিপরীতমুখী। তীব্র সামুদ্রিক হাওয়ার মুখোমুখি হলে শক্তিক্ষয় হতে পারে। স্থলভাগে প্রবেশ করলেও বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম।
 

করিম ঘূর্ণিঝড়
  • 7/8

ঘূর্ণিঝড়ের কাছেই রয়েছে একটি ছোট্ট দ্বীপ কোকোজ আইল্যান্ড। 

Advertisement
করিম ঘূর্ণিঝড়
  • 8/8

অশনি আর করিমের ছবি তুলেছে নাসার ভিজিবল ইনফ্রারেড ইমেজিং রেডিয়োমিটার স্যুটস। 
 

Advertisement