দুয়ারে বর্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। চলতি বছর আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর হয়ে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
Southwest Monsoon likely to advance into South Andaman Sea, Nicobar Islands & adjoining Southeast Bay of Bengal during next 24 hours.
— India Meteorological Department (@Indiametdept) May 15, 2022
সাধারণত ১৯-২০ মে-তে আন্দামান এবং নিকোবরে ঢোকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী। চলতি বছর সপ্তাহখানেক আগেই ঢুকে পড়ল।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ৫ দিন ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাত হতে পারে ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৪ মিলিমিটার।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ১৭ থেকে ১৯ মে পর্যন্ত ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে বাতাস বইতে পারে।
Due to strong cross equatorial flow from Bay of Bengal to Andaman Sea in lower tropospheric levels;
— India Meteorological Department (@Indiametdept) May 15, 2022
Widespread rainfall with isolated heavy falls & thunderstorm/lightning/gusty winds very likely over Andaman & Nicobar Islands during next 5 days.
কেরল, তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৬৪.৪ থেকে ২০৪.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
Isolated extremely heavy falls likely over Kerala-Mahe during next 2 days and heavy to very heavy falls during subsequent 3 days. pic.twitter.com/suNWUFdXsZ
— India Meteorological Department (@Indiametdept) May 15, 2022
সাধারণত ভারতে ১ জুন থেকে কেরলে বর্ষা শুরু হয়। এবার ২৬ বা ২৭ মে ঢুকবে বর্ষা। যদিও কেরলে বৃষ্টি আজ, রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দেশে আগাম বর্ষা ঢুকলেও বাংলাতেও তাড়াতাড়ি আসবে। ফলে জুনের প্রথম সপ্তাহেই বাংলায় বর্ষার বারিধারা শুরু হতে পারে বলে মনে করছেন অনেকে।
Isolated heavy to very heavy falls over Arunachal Pradesh, Assam-Meghalaya and Sub-Himalayan West Bengal & Sikkim during next 5 days. Isolated extremely heavy falls over Meghalaya during 15th-17th May. Isolated heavy falls over Mizoram & Tripura during 15th to 17th May.
— India Meteorological Department (@Indiametdept) May 15, 2022