scorecardresearch
 
Advertisement
দেশ

Southwest Monsoon: আজই দুয়ারে বর্ষা, ঝড়বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস মৌসম ভবনের

দেশে আগাম বর্ষা
  • 1/9

দুয়ারে বর্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। চলতি বছর আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। 
 

দেশে আগাম বর্ষা
  • 2/9

মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর হয়ে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।      
 

দেশে আগাম বর্ষা
  • 3/9

সাধারণত ১৯-২০ মে-তে আন্দামান এবং নিকোবরে ঢোকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী। চলতি বছর সপ্তাহখানেক আগেই ঢুকে পড়ল। 

Advertisement
দেশে আগাম বর্ষা
  • 4/9

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ৫ দিন ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাত হতে পারে ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৪ মিলিমিটার। 

দেশে আগাম বর্ষা
  • 5/9

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ১৭ থেকে ১৯ মে পর্যন্ত ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে বাতাস বইতে পারে। 
 

দেশে আগাম বর্ষা
  • 6/9

কেরল, তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৬৪.৪ থেকে ২০৪.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।              

দেশে আগাম বর্ষা
  • 7/9

সাধারণত ভারতে ১ জুন থেকে কেরলে বর্ষা শুরু হয়। এবার ২৬ বা ২৭ মে ঢুকবে বর্ষা। যদিও কেরলে বৃষ্টি আজ, রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

Advertisement
দেশে আগাম বর্ষা
  • 8/9

২০০৯ সালের পর আবারও আগাম দেশে বর্ষা ঢুকছে।

দেশে আগাম বর্ষা
  • 9/9

দেশে আগাম বর্ষা ঢুকলেও বাংলাতেও তাড়াতাড়ি আসবে। ফলে জুনের প্রথম সপ্তাহেই বাংলায় বর্ষার বারিধারা শুরু হতে পারে বলে মনে করছেন অনেকে। 
  
 

Advertisement