অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি। মৌসম ভবন সূত্রে খবর, আজ দুপুরে অশনির অবস্থান অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে ৪৫০ কিলোমিটার আর পুরী থেকে ৬৫০ কিলোমিটার দূরে।
গতি বাড়িয়েছে ঘূর্ণিঝড় অশনি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর এখন অশনি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে এগোচ্ছে ।
মৌসম ভবনে পূর্বাভাস, মঙ্গলবার রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোবে অশনি। তারপর তার দিক পরিবর্তনের সম্ভাবনা।
মঙ্গলবার থেকে ওড়িশার দিকে ঘুরবে ঘূর্ণিঝড় ‘অশনি’র গতিপথ। সন্ধ্যা নাগাদ পৌঁছে যাবে উপকূলের খুব কাছেও।
রবিবার বিকেলে শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল অশনি । তবে মৌসম ভবন জানিয়েছে, উপকূলের কাছে পৌঁছনোর আগে শক্তিক্ষয়ও শুরু হবে অশনির। সেই প্রক্রিয়া শুরু হওয়ার কথা সোমবার থেকেই।
সোমবার সকালেও ঘূর্ণিঝড়টির কেন্দ্রের গতি ছিল ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলেমিটার পর্যন্ত। তবে আবহবিদরা জানিয়েছেন, দুপুর থেকে ঝড়ের গতি কমবে।
ল্যান্ডফলের সম্ভাবনা না থাকলেও ওড়িশা ও বাংলার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অশনির পরোক্ষ প্রভাবে আজ সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।