scorecardresearch
 
Advertisement
দেশ

Cyclone Mandous Updates: মান্দাসের ল্যান্ডফল, চেন্নাইতে শুরু ভারী বৃষ্টি, PHOTOS

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস আছড়ে পরার মুহূর্ত।
  • 1/10

ঘূর্ণিঝড় মান্দাস ল্যান্ডফল শুরু করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে ঝড়টি এখন মহাবলীপুরমের কাছে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি ১৪ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে চেন্নাইয়ে। যেকারণে তামিলনাড়ু-সহ তিন রাজ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলে এর প্রভাব পড়তে পারে। 

সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিমি।
  • 2/10

পুলিশ ইসিআর রোড বন্ধ করে দিয়েছে। ২-৩ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিমি।

জারি করা হয়েছে কমলা সতর্কতা।
  • 3/10

তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি। শনিবার তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ছুটি> তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তৎপর থাকতে বলা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
 

Advertisement
চেন্নাইয়ে মেরিনা বিচে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে
  • 4/10

শুক্রবার সকাল থেকে চেন্নাইয়ে মেরিনা বিচে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে সমুদ্রে। ১.১৪ কোটি টাকা দিয়ে তৈরি কাঠের সেতু ভেঙে গিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ুর একাধিক এলাকায় স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে।
 

তে ৫টি উড়ান বাতিল করা হয়েছে।
  • 5/10

পরিস্থিতির মোকাবিলায় তামিলনাড়ুর ১০ জেলায় মোতায়েন করা হয়েছে ১২টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে। রাতে ৫টি উড়ান বাতিল করা হয়েছে। চেন্নাইয়ে মেরিনা বিচ এলাকাতেও সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে।
 

জল বেড়েছে চেম্বারমবক্কম ও পুন্দি জলাধারে।
  • 6/10

বৃহস্পতিবার রাত থেকে চেন্নাই ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জল বেড়েছে চেম্বারমবক্কম ও পুন্দি জলাধারে। ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় তামিলনাড়ুর ১০টি জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ১২টি দলকে মোতায়েন করা হয়েছে।
 

চেন্নাইয়ে খোলা হয়েছে ১৬৯টি ত্রাণশিবির।
  • 7/10

চেন্নাইয়ে খোলা হয়েছে ১৬৯টি ত্রাণশিবির। ব্যবস্থা করা হয়েছে ৮০৫টি পাম্পের। মন্দাসের প্রভাবে চেন্নাইয়ে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। শুক্রবার বিকেলে চেন্নাই বিমানবন্দরে ৪টি বিমান বাতিল করা হয়েছে। সকালের বহু বিমান দেরিতে উড়েছে।
 

Advertisement
মন্দাসের প্রভাব পড়বে বেঙ্গালুরুতেও।
  • 8/10

মন্দাসের প্রভাব পড়বে বেঙ্গালুরুতেও। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হতে পারে কর্নাটকের উপকূলবর্তী এলাকায়। মেরিনা বিচে বিশেষ ভাবে সক্ষমদের জন্য কাঠের র‌্যাম্প বানানো হয়েছিল। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের জেরে তার একাংশ ভেঙে গিয়েছে।
 

মান্দাসের কোনও প্রভাব পড়বে না বাংলায়।
  • 9/10

মান্দাসের কোনও প্রভাব পড়বে না বাংলায়। আকাশ মেঘলা থাকতে পারে। সংযুক্ত আরব এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। আরবি শব্দ মান্দাসের অর্থ গয়নার বাক্স। 

ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিমি।
  • 10/10

মধ্যরাত থেকে শনিবার ভোররাতের মধ্যে পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যে দিয়ে মহাবলিপুরমের কাছে আছড়ে পড়বে মান্দাস। ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিমি।
 

Advertisement