scorecardresearch
 
Advertisement
দেশ

Cyclone Mandous: মধ্যরাতে আছড়ে পড়বে মান্দাস ঘূর্ণিঝড়, অতিভারী বৃষ্টির সতর্কতা

Cyclone Mandous
  • 1/10

ধীরে ধীরে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস। আজ মধ্যরাতে চেন্নাইয়ের কাছাকাছি উপকূলে আছড়ে পড়বে। ফলে আশাপাশের এলাকায় ঝড়়বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর। সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে চেন্নাইয়ের প্রশাসন। বাতিল করা হয়েছে রাতের ৫টি উড়ান। 

Cyclone Mandous
  • 2/10

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে,স্থলভাগে আছড়ে পড়ার আগে শক্তিক্ষয় হয়েছে মান্দাসের। 

Cyclone Mandous
  • 3/10

শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোররাতের মধ্যে পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যে দিয়ে মহাবলিপুরমের কাছে আছড়ে পড়বে মান্দাস। ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিমি। 

Advertisement
Cyclone Mandous
  • 4/10

তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি। শনিবার তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ছুটি দেওয়া হয়েছে স্কুল,কলেজ। পুদুচেরিতেও শুক্র ও শনিবার স্কুল বন্ধ রাখা হয়েছে। 
 

Cyclone Mandous
  • 5/10

শুক্রবার সকাল থেকে চেন্নাইয়ে মেরিনা বিচে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে সমুদ্রে। ১.১৪ কোটি টাকা দিয়ে তৈরি কাঠের সেতু ভেঙে গিয়েছে। ঘূর্ণিঝড়ের আগে তিরুমালা, তিরুপতিতে বৃষ্টি হয়েছে। জলমগ্ন গোটা এলাকা।  

Mandous Cyclone
  • 6/10

পরিস্থিতির মোকাবিলায় তামিলনাড়ুর ১০ জেলায় মোতায়েন করা হয়েছে ১২টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে। রাতে ৫টি উড়ান বাতিল করা হয়েছে।

Mandous Cyclone
  • 7/10

বৃহস্পতিবার রাত থেকে চেন্নাই ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জল বেড়েছে চেম্বারমবক্কম ও পুন্দি জলাধারে। তাই ওই দুই জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

Advertisement
Mandous Cyclone
  • 8/10

চেন্নাইয়ে খোলা হয়েছে ১৬৯টি ত্রাণশিবির। ব্যবস্থা করা হয়েছে ৮০৫টি পাম্পের। 

Mandous Cyclone
  • 9/10

মন্দাসের প্রভাব পড়বে বেঙ্গালুরুতেও। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হতে পারে কর্নাটকের উপকূলবর্তী এলাকায়। অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে কমলা সতর্কতা।

Mandous Cyclone
  • 10/10

মান্দাসের কোনও প্রভাব পড়বে না বাংলায়। আকাশ মেঘলা থাকতে পারে। সংযুক্ত আরব এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। আরবি শব্দ মান্দাসের অর্থ গয়নার বাক্স।

Advertisement