scorecardresearch
 
Advertisement
দেশ

Air Pollution: চোখ জ্বলছে-কলিজায় ঢুকছে কার্বন, বিষ বাতাসে দিল্লি-NCR গ্যাস চেম্বার, ভয়াবহ ১০ ছবি

এ যেন হিটলারের কুখ্যাত গ্যাস চেম্বার!
  • 1/10

এ যেন হিটলারের কুখ্যাত গ্যাস চেম্বার! দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চলের যা পরিস্থিতি, তাতে এই বিশেষণ ব্যবহার করাই যায়। 
 

ঘুম ভাঙল বিষ বাতাসে শ্বাস নিয়ে
  • 2/10

আজ অর্থাত্‍ বৃহস্পতিবারও রাজধানী ও সংলগ্ন রাজ্যগুলির বাসিন্দাদের ঘুম ভাঙল বিষ বাতাসে শ্বাস নিয়ে। 
 

বিপজ্জনক মাত্রায় পৌঁছে গিয়েছে
  • 3/10

এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (AQI) লেভেল ৪৩২। বিপজ্জনক মাত্রায় পৌঁছে গিয়েছে। বুধবার রাত ১১টায় তো আরও ভয়াবহ ছিল। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪৫২ ছুঁয়েছিল। 
 

Advertisement
দৃশ্যমানতাও অত্যন্ত কমে গিয়েছে
  • 4/10

শ্বাসকষ্ট তো বটেই, ধোঁয়া এতটাই ঘন যে দৃশ্যমানতাও অত্যন্ত কমে গিয়েছে। চোখ জ্বলছে মানুষের।  

 একাধিক উড়ান দেরিতে চলছে
  • 5/10

দিল্লি বিমানবন্দরে একাধিক উড়ান দেরিতে চলছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানাচ্ছে, দিল্লি ও সংলগ্ন বহু অঞ্চলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪৫০ ছাড়িয়ে গিয়েছে। 
 

এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সাড়ে ৪০০ পেরিয়ে গিয়েছিল ভোর ৬টায়
  • 6/10

আনন্দ বিহার, অশোক বিহার, বাওয়ানা, দ্বারকা, জাহাঙ্গিরপুরী, মুন্ডকা, নজফগড়, লাজপত নগর, পটপরগঞ্জ, পঞ্জাব বাগ, আরকে পুরম, রোহিনী, বিবেক বিহার ও ওয়াজিরপুরের মতো একাধিক জায়গায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সাড়ে ৪০০ পেরিয়ে গিয়েছিল ভোর ৬টায়।

আনন্দ বিহারে AQI লেভেল ৪৭৩
  • 7/10

আনন্দ বিহারে AQI লেভেল ৪৭৩। পটপরগঞ্জ, অশোক বিহারে AQI লেভেল ৪৭০-এর বেশি। অর্থাত্‍ বাতাসে ভর্তি বিষ। চোখ জ্বলবে। সঙ্গে শ্বাসকষ্ট। 
 

Advertisement
 IndiGo এক্স হ্যান্ডেলে যাত্রীদের আবেদন
  • 8/10

ইতিমধ্যেই IndiGo এক্স হ্যান্ডেলে যাত্রীদের আবেদন করেছে, কম দৃশ্যমানতার জেরে বেশ কিছু রুটে বিমান চলাচল বিঘ্নিত হতে পারে। 

দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২
  • 9/10

বৃহস্পতিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মরসুমে এখনও পর্যন্ত বৃহস্পতিবারই দিল্লির শীতলতম দিন।
 

বিপজ্জনক পর্যায় পৌঁছেছে চণ্ডীগড়
  • 10/10

দিল্লির মতোই বাতাসের গুণমান কম-বেশি বিপজ্জনক পর্যায় পৌঁছেছে চণ্ডীগড়, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম এবং বাদিতে।
 

Advertisement