Advertisement
দেশ

Delhi Blast: লালকেল্লার কাছে ভয়াবহ ব্লাস্ট, ছিন্নভিন্ন লাশ রাজপথে, ভয়াবহ সব PHOTOS

Delhi Blast
  • 1/10

সোমবার সকালে দিল্লি থেকে ঢিল ছোড়া দূরত্বে ফরিদাবাদ থেকে উদ্ধার হল ২৯০০ কেজি বিস্ফোরক পদার্থ, রাইফেল, প্রচুর কার্তুজ আর বোমা তৈরির টাইমার, ব্যাটারি। অনুমান করা হচ্ছিল, বড়সড় নাশকতার ছক কষা হয়েছিল দিল্লিতে। সন্ধ্যা গড়াতে না গড়াতেই সেই অনুমানই যেন বাস্তবের রূপ নিল। লালকেল্লার নিকট ভয়াবহ বিস্ফোরণ। কেঁপে উঠল রাজধানী। মৃত্যু কমপক্ষে ১০ জনের। যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Delhi Blast
  • 2/10

সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট। ধীর গতিতে আসা একটি গাড়ি এসে দাঁড়ায় দিল্লির লালকেল্লার সামনে। ট্রাফিক সিগন্যাল তখন লাল। তারপরই বিকট শব্দে ব্লাস্ট হয় গাড়িটিতে। আশপাশের অনেকগুলি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় সেই তীব্রতায়। এমনটাই ব্যাখ্যা দিয়েছেন দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা। একাধিক তদন্ত এজেন্সি খতিয়ে দেখছে গোটা পরিস্থিতি। ঘটনাস্থলে রয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। 

Delhi Blast
  • 3/10

লালকেল্লার সামনে এই বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন তিনি। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। খতিয়ে দেখছেন তদন্তের গতিপ্রকৃতিও। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দেশবাসীর উদ্দেশে ইতিমধ্যেই একটি বার্তাও দিয়েছেন। জানিয়েছেন, ঘটনার ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দিল্লি পুলিশ। 

Advertisement
Delhi Blast
  • 4/10

 ঘটনায় শোকপ্রকাশ করে X হ্যান্ডলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের খবরে আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

Delhi Blast
  • 5/10

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি, মুম্বই, কলকাতার মতো বড় বড় শহরে। কলকাতায় চলছে নাকা চেকিং। 

Delhi Blast
  • 6/10

বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছয়। এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। 

Delhi Blast
  • 7/10

দিল্লির যাবতীয় হাই সিকিউরিটি জোন যেমন, CISF বিল্ডিং, দিল্লি মেট্রো স্টেশনগুলি, লালকেল্লা, সরকারি বিল্ডিং এবং ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নিরাপত্তা রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement
Delhi Blast
  • 8/10

দিল্লির LNJP হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে ১০ জনকে। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেই ছিলে জনবহুল ওই ঘটনাস্থলে। সোমবার সন্ধ্যায় প্রচুর সংখ্যক মানুষ ওই রাস্তায় ছিলেন বলে বিস্ফোরণের প্রভাবও গুরুতর হয়েছে। 

Delhi Blast
  • 9/10

স্থানীয়দের সূত্রে খবর, প্রথমে ১টি গাড়িতে আগুন লাগে, এরপরে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি ৩টি গাড়িতে। ধোঁয়ায় ভরে যায় চতুর্দিক। লাশের পর লাশ পড়ে থাকতে দেখা যায় দিল্লির রাজপথে। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ বিবরণ দিয়েছেন সেই মুহূর্তের। কারও হাত, পা, কারও দেহের একাংশ পড়ে থাকতে দেখা যায় দিল্লির রাজপথে। সে বর্ণনা শুনে শিউরে উঠছে দেশ। 

Delhi Blast
  • 10/10

এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় নেয়নি কোনও সংগঠন। কেন এই বিস্ফোরণটি হল, নেপথ্যে কারা? ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এর পিছনে নাশকতার ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আদৌ এটি কোনও আত্মঘাতী বিস্ফোরণ ছিল? নাকি অন্যত্র বিস্ফোরণ সরিয়ে নিয়ে যাওয়ার সময়ে এই বিস্ফোরণ হয়েছে, টার্গেট ছিল কোনও কোনও 'হাই সিকিউরিটি' জনবহুল জোন? 

Advertisement