scorecardresearch
 
Advertisement
দেশ

Yamuna On Red Alert Delhi Flood: বিপদসীমার খুব কাছে যমুনা, হরিয়ানার ছাড়া জলে বন্যার সতর্কতা দিল্লিতে Photos

দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 1/14

Yamuna On Red Alert Delhi Flood: পাহাড় থেকে সমতল, উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত। একাধিক শহর জলমগ্ন হয়ে রয়েছে। রাস্তা, নদী, নালা, খাল, বিল আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না। যেদিকে তাকাবেন দূরদূরান্ত পর্যন্ত শুধুই জল দেখা যাচ্ছে। তার উপরে মাথা উঁচু করে রয়েছে বাড়িঘর।

দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 2/14

নিজেদের বাড়ির মধ্যে আটকে রয়েছেন মানুষজন। রাস্তায় এতটা জল যে দু-চাকার যান, ছোট গাড়ি ডুবে যাচ্ছে। রাজধানী দিল্লির কথা বলতে গেলে গত ১২ ঘন্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি লিপিবদ্ধ হয়েছে। গত কয়েক ঘন্টা থেকে চলতে থাকা ভয়ংকর বৃষ্টিপাত দিল্লিকে আরও একবার ১৯৭৮ এবং ২০১০ সালের কথা মনে করিয়ে দিয়েছে।

দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 3/14

আসলে আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী দিল্লিতে ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ মরশুমে যত বৃষ্টি হয়, তার ২০ শতাংশ গত ২৪ ঘণ্টাতেই হয়ে গিয়েছে।

Advertisement
দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 4/14

সেখানে রবিবার হরিয়ানার হাকিনীকুণ্ড ব্যারেজ থেকে ১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। দিল্লি সরকারের তরফে বন্যা পরিস্থিতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 5/14

দিল্লি প্রশাসন জানিয়েছে যে, যমুনার জলস্তর মঙ্গলবার পর্যন্ত বিপদসীমা পার করে যাবে। যমুনা তীরবর্তী এলাকায় বাসিন্দাদের অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে।

দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 6/14

রাজধানীতে যমুনার জলস্তর দ্রুত বৃদ্ধি হচ্ছে। এ কারণে দিল্লির পুরোনো লোহাপুর এর কাছে যমুনার জল বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় জল বিভাগ (সিডাব্লিউসি)-র বক্তব্য অনুযায়ী রবিবার দুপুর ১টার সময় যমুনার জলস্তর ২০৩.১৮ মিটার ছিল। বিপদসীমার স্তর হল ২০৪.৫ মিটার। যা মঙ্গলবার ২০৫.৩৩ মিটার পার করে যাওয়ার কথা।

দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 7/14

এই পরিস্থিতিতে রাজধানীর নীচু এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে। এই এলাকায় বসবাস করা ৩৭ হাজার এলাকাবাসীর জীবন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেখানে হরিয়ানার তরফ থেকে বেশি জল ছাড়ার পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

Advertisement
দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 8/14

বৃষ্টি গত ৪১ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী রাজধানী দিল্লিতে গত ৪১ বছর আগে হওয়া রেকর্ড এবার ভেঙে গিয়েছে।

দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 9/14

১৯৮২ সালের জুলাইয়ে একদিনে সবচেয়ে বেশি ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এর আগে ২৫ জুলাই ১৯৮২তে ১৭৯.৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছিল। এখানে ২০০৩ এ ২৪ ঘন্টায় ১৩৩.৪ চার মিলিমিটার এবং ২০১৩ তে ১২৩.৪ মিলিমিটার বৃষ্টি লিপিবদ্ধ করা হয়েছিল।

দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 10/14

বৃষ্টির পরম্পরা এখনও থামেনি। লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। আগামী কয়েক দিন আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা বলা হয়েছে। ফলে আশঙ্কা এখনও পাকিয়ে উঠছে। আতঙ্কে ভুগছেন দিল্লী ও আশপাশের উত্তরপ্রদেশ লাগোয়া লোকজন।

দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 11/14

১৯৭৮ এবং ২০১০-এ প্রভাবিত হয়েছিল কয়েক লক্ষ লোক। ১৯৭৮ সালে ওই সময়ে যখন রাজধানী দিল্লিতে ভয়ংকর বন্যা পরিস্থিতি হয়, তখন বহু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল।

 

Advertisement
দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 12/14

সেই সময় প্রায় ৪৩ বর্গ কিলোমিটার ক্ষেত জলে ডুবে যায় এবং ফসল বরবাদ হয়ে যায়। এতে ব্যাপক ক্ষতি হয় এবং বহু লক্ষাধিক লোক নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন।

দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 13/14

১৯৭৮ সালে যমুনার জলস্তর রেকর্ড ভেঙ্গে দিয়েছিল। ১৯৭৮ সালে শহরের একাধিক এলাকায় সম্পূর্ণভাবে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে। এর মুখ্য কারণ হলো হরিয়ানা থেকে আসা জল। তখন যমুনায় ২ লক্ষ ২৪ হাজার ৩৯০ কিউসেক জল আচমকা চলে আসে। সেই সময় লোহাপুরে যমুনার জল স্তর ২০৭.৪৯ মিটার এর সীমা ছুঁয়ে ফেলেছিল। এটি প্রথম এবং শেষবার ছিল যখন যমুনার জল স্তর এত উঁচুতে উঠে গিয়েছিল।

দিল্লিতে বন্যা পরিস্থিতি
  • 14/14

যদিও এরপরে দুবার যমুনার জল স্তর ২০৭ মিটার এর সীমা পার করেছিল। সে সময় ২০১০-এ ২০৭.১ মিটার এবং ২০১৩-তে ২০৭.৩২ মিটার জলস্তর পৌঁছ যায়ে। ২০১০-এ যমুনায় ২ লক্ষ ২৬ হাজার ৫৩৫ কিউসেক জল চলে আসে। যেখানে ২০১৩তে ৩ লক্ষ ৬৫ হাজার ৫৩৩ কিউসেক জল এসেছিল।

Advertisement