উত্তরপ্রদেশের আলিগড়কে তালা শহরও বলা হয়। মূলত এখান থেকেই দেশের বেশিরভাগ তালা তৈরি হয়। এমনকি জেলের তালা থেকে শুরু করে হাতকড়ি সব কিছু এখানেই তৈরি হয়। আলিগড়ের এই বৃদ্ধ দম্পতি এর মধ্যে অন্য এক উদ্যোগ নিয়েছে। তারা প্রায় ৩০০ কেজি ওজনের তালা তৈরি করছে। সেটি বিশ্বের বৃহত্তম তালা হবে বলে দাবি।
সত্য়প্রকাশ শর্মা ও তাঁর স্ত্রী রুকমানি শর্মা এই তালা তৈরি করছেন। একটি ঘরের মধ্যে এই তালা তৈরিতে তাদের সন্তান ও আত্মীয়ও সাহায্য করছে।
প্রায় ১০০ বছর ধরে তালা তৈরির কাজ হয়ে চলেছে সত্যপ্রকাশের বাড়িতে। তার পূর্বসূরিরাও এই কাজে ছিলেন। ৬ ফুট উচ্চতার এই তালার তৈরির জন্য এখনও প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে।
সত্যপ্রকাশ বলেন, আমি চেয়েছিলাম এমন কিছু করতে যাতে আলিগড়ের নাম হয়। তাই জন্য এই তালা বানানোর আইডিয়া মাথায় আসে। কিন্তু শুরুতে টাকার অভাব হয়। কিন্তু অনেকে সাপোর্ট করায় সেটা মিটে যায়।