scorecardresearch
 
Advertisement
দেশ

PHOTOS: ঐতিহাসিক মুহূর্ত! মিলে গেলে চেনাব সেতুর খিলানের দুই প্রান্ত

চেনাব সেতু
  • 1/6

ঐতিহাসিক মুহূর্ত। জম্মুকাশ্মীরের চেনাব (Chenab Bridge) নদীর ওপরে বিশ্বের উচ্চতম সেতুর প্রধান খিলানের দুটি প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করল রেলওয়ে। (নিরজ কুমারের রিপোর্ট)

চেনাব সেতু
  • 2/6

এই সেতুর ফলে কাশ্মীর উপত্যকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা যাবে রিয়াসি জেলার। নদী থেকে সেতুটির উচ্চতা ৩৫৯ মিটার, যা কিনা ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের চেয়েও ৩০ মিটার উুঁচু।

চেনাব সেতু
  • 3/6

এটিই হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল সেতু। এটি মূলত উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল প্রকল্পেরই একটি অংশ। সেতুটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১ হাজার ২৫০ কোটি টাকা।

Advertisement
চোনাব সেতু
  • 4/6

সেতুর মোট দৈর্ঘ্য হল ১.৩ কিলোমিটার।  মোট ১৭টি থামের ওপরে দাঁড়িয়ে রয়েছে সেতুটি। এরমধ্যে উচ্চতম থামটি হল ১৩৩.৭ মিটারের। 

চেনাব সেতু
  • 5/6

সম্পূর্ণ প্রকল্পটি হল ৩২৬ কিলোমিটারের। সেতু তৈরিতে ব্যবহার হয়েছে ২৫ হাজার মেট্রিক টন স্টিল, যা ২৬৬ কিলোমিটার প্রতিঘণ্টা বেগে হাওয়ার গতি সহ্য করতে সক্ষম। 

চেনাব সেতু
  • 6/6

 সেতুর ওপর দিয়ে সর্বোচ্চ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটে যেতে পারবে ট্রেন। 
 

Advertisement