তামিলনাড়ুর ধর্মপুরী স্টেশনে সংলগ্ন রেললাইনে পড়ে ৫০০ ও ২ হাজার টাকার নোটের বান্ডিল। আর তা দেখে চক্ষু চড়কগাছ রেল কর্মীদের। এক আধটা নয়। অনেকগুলো নোটের বান্ডিল পড়েছিল সেখানে।
আর সেই নোট পড়ে থাকার খবর চাউর হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেল কর্মীরা সেই নোট কুড়োতে যান। আর তখনই ঘটে ঘটনাটা। বান্ডিল হাতে নিতেই কর্মীরা দেখেন, সব নোটই জাল।
যে ছবি সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে একটি পার্সেল বক্সে সেই নোটগুলি রয়েছে। আর সেই নোটের অঙ্কটাও নেহাত কম নয়। তাড়া তাড়া নোট রয়েছে সেখানে।
তবে কীভাবে সেই নকল নোটের বাক্স সেখানে এল তা নিয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি। পুলিশও এনিয়ে কিছু জানাতে পারেনি।
পুলিশের তরফে জানানো হয়েছে, নোটভর্তি একটি বড় বাক্স উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা নোট রেখে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।