২২ অগাস্ট রাখিবন্ধনের দিন পেট্রোল-ডিজেলের দাম প্রতি লিটারে ২০-২৫ পয়সা কমানো হয়েছিল। সেদিন এক মাসেরও বেশি সময় পর প্রথমবার পেট্রোলের দাম কমানো হয়েছিল। যদিও তার আগে তিন দফায় কমেছে ডিজেলের দাম।
রবিবারের পর মঙ্গলবারেও কমেছে পেট্রোলের দাম। গত ৩৮ দিনে এই নিয়ে দ্বিতীয়বার কমে পেট্রোলের দাম। তেল কোম্পানিগুলি উভয় জ্বালানির দাম লিটার প্রতি ১৫ পয়সা কমিয়েছে। পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমাতেই দাম কমতে শুরু করেছে জ্বালানির।
তেল কোম্পানিগুলি আজ পেট্রোল-ডিজেলের দাম প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে পেট্রোল ও ডিজেল উভয়ের দামেই আজও অপরিবর্তিত রয়েছে। এই নিয়ে পর পর দু’দিন অপরিবর্তিত রইল পেট্রোল-ডিজেলের দাম।
কলকাতায় বৃহস্পতিবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১ টাকা ৮২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯১ টাকা ৯৮ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০১ টাকা ৪৯ পয়সা আর ডিজেল ৮৮ টাকা ৯২ পয়সা। মুম্বইয়ে আজ পেট্রোলের দাম লিটারে ১০৭ টাকা ৫২ পয়সা আর ডিজেলের দাম ৯৬ টাকা ৪৮ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম ৯৯ টাকা ২০ পয়সা, ডিজেল বিকোচ্ছে ৯৩ টাকা ৫২ পয়সায়।
এ কথা আমরা প্রায় সকলেই জানি যে, অজানা নেই যে, Petrol, Diesel-এর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল সরকারের চাপানো কর ও শুল্ক। সাধারণ মানুষকে পেট্রোল পাম্প থেকে যে দামে Petrol, Diesel কিনতে হয় তার মধ্যে প্রায় ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশই হল কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি শুল্ক-কর!
বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে ৩২.৯০ টাকা ও ডিজেলে ৩১.৮০ টাকা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র সরকার। এর মধ্যে রাজ্য সরকারেও ভাগ রয়েছে। কেন্দ্র বা রাজ্য প্রশাসন— দু’পক্ষের যে কেউ এই কর কমালে কমে যাবে তেলের দাম।
ব্যতিক্রমী পথে পেট্রোলের উপর থেকে ৩ শতাংশ ভ্যাট কমিয়েছে পদুচেরি সরকার। ফলে বৃহস্পতিবার সেখানে এক ধাক্কায় লিটারে ২ টাকা ৪৩ পয়সা কমে গিয়েছে পেট্রোলের দাম। এক সপ্তাহ আগেই তামিলনাড়ুতে একই ভাবে পেট্রোলের দাম লিটারে ৩ টাকা সস্তা হয়েছিল।