scorecardresearch
 
Advertisement
দেশ

১৩ জানুয়ারি থেকে টিকাকরণ! জানুন কীভাবে পৌঁছবে করোনা ভ্যাকসিন আপনার কাছে

COVID-19 Vaccine
  • 1/14

 আগামী সপ্তাহ থেকে দেশে শুরু হচ্ছে টিকাকরণ। ১৩ জানুয়ারি থেকে শুরু দেশে করোনা টিকাকরণ, মঙ্গলবার জানিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য সচিব। 
 

COVID-19 Vaccine
  • 2/14

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হল, জরুরি ভিত্তিতে অনুমোদনের ১০ দিন পর থেকেই দেশে করোনাভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া চালু করতে প্রস্তুত আছে কেন্দ্র। সেইমতো আগামী ১৩ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকা প্রদান শুরু হতে চলেছে।

COVID-19 Vaccine
  • 3/14

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, ‘ড্রাই রান নিয়ে যে প্রতিক্রিয়া মিলেছে, তার উপর ভিত্তি করে সরকার জানিয়েছে যে জরুরি ভিত্তিতে করোনাভাইরাস টিকার অনুমোদনের ১০ দিনের মধ্যে কোভিড-১৯ টিকাকরণ চালু করতে প্রস্তুত আছে সরকার।’

Advertisement
COVID-19 Vaccine
  • 4/14

DCGI-এর ডিরেক্টর বিজি সোমানি আশ্বস্ত করেছেন, দুটি ভ্যাকসিন ১০০ শতাংশ নিরাপদ। অর্থাত্, টিকাকরণের পর কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারত প্রথম দেশ যেখানে একসঙ্গে দুটি দেশজ ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

COVID-19 Vaccine
  • 5/14

রবিবারই দুটি করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই যে  বিশ্বের বৃহত্তম টিকাকরণ প্রকল্প শীঘ্রই শুরু হবে, সেই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

COVID-19 Vaccine
  • 6/14

গত শনিবারই দেশের সমস্ত রাজ্যে করোনা টিকা দেওয়ার মহড়া হয়ে গিয়েছে। এবার শিগগিরই জনসাধারণকে টিকা দেওয়া শুরু হবে।
 

COVID-19 Vaccine
  • 7/14

প্রত্যেকের জন্য দু’টি করে ডোজ। করোনা টিকার অনুমোদনের পরেই কত টিকা নষ্ট হতে পারে, সেই হিসেবও কষে ফেলল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনা টিকার ক্ষেত্রে এই হার নির্ধারিত করা হয়েছে ১০ শতাংশের মতো। সংখ্যার হিসেবে ১০০টি টিকার দরকার হলে সরকারকে কিনতে হবে ১১১টি। এই অনুযায়ী কোন রাজ্যে কত টিকা লাগবে, তার তথ্য-পরিসংখ্যান রাজ্যগুলির কাছ থেকে চেয়েছে কেন্দ্র।

Advertisement
COVID-19 Vaccine
  • 8/14

ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে সিরাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’। দুই টিকার ক্ষেত্রেই নিতে হবে দু’টি করে ডোজ।
 

COVID-19 Vaccine
  • 9/14

জানা গিয়েছে, আগামী ছয় থেকে আট মাসের মধ্যে দেশের ৩০ কোটি নাগরিককে করোনার প্রতিষেধক দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। শুরু হবে প্রথম সারির করোনা যোদ্ধাদের দিয়ে।
 

COVID-19 Vaccine
  • 10/14

জানা যাচ্ছে প্রথমে কেন্দ্র  ভ্যাকসিন উৎপাদকদের থেকে নিয়ে তা পাঠাবে কার্নাল, মুম্বই, চেন্নাই এবং কলকাতার  সরকারি মেডিক্যাল স্টোর  (GMSD) ডিপোতে। 
 

COVID-19 Vaccine
  • 11/14

বিমানে করে এই টিকাগুলি পৌঁছে দেওয়া হবে নির্দিষ্ট  গন্তব্যে।
 

Advertisement
COVID-19 Vaccine
  • 12/14

ভারতের ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোল্ড চেইন পয়েন্টে ভ্যাকসিনগুলি মজুত করা হবে। 

COVID-19 Vaccine
  • 13/14

কেন্দ্র ভ্যাকসিন পৌঁছে দেবে রাজ্যের কাছে। রাজ্য সেই ভ্যাকসিন পৌঁছে দেবে প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে।  

COVID-19 Vaccine
  • 14/14

 এই দু’টি টিকার জন্য প্রয়োজন ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ২৯ হাজার কোল্ড চেইনে এই ভ্যাকসিন সংরক্ষণ করা হবে। 
 

Advertisement