scorecardresearch
 
Advertisement
দেশ

ইলিশ নয়, এই মাছ বেচেই রাতারাতি ১.৩৩ কোটি টাকার মালিক মৎস্যজীবীরা

বর্ষার মরসুম
  • 1/7

বর্ষার মরসুম শেষের পথে। দীর্ঘদিন ধরে জালে তেমন মাছই ওঠেনি। তাই কিছুটা  ঝুঁকি নিয়েই গভীর সমুদ্র গিয়েছিলেন মাঝিরা। ফিরতেই হতবাক কাণ্ড। 
 

মহারাষ্ট্রে পালগরের
  • 2/7

মহারাষ্ট্রে পালগরের মৎস্যজীবী চন্দ্রকান্ত তারে আরও ৮ জন সহযোগীকে নিয়ে আগস্টের ২৬ তারিখ গভীর সমুদ্রে যান মাছ ধরতে। কিন্তু তাঁরা ভাবতেই পারেননি এই যাত্রার পরেই ভাগ্য বদলাতে চলেছে তাঁদের।

১৫৭টি ঘোল
  • 3/7

১৫৭টি ঘোল মাছ ধরা পড়ে তাঁদের জালে। অনেকে এই মাছটিকে সমুদ্রের সোনা নামেও ডাকে। সেই মাছই বিক্রি হয় কোটি কোটি টাকায়। 

Advertisement
উত্তরপ্রদেশ
  • 4/7

উত্তরপ্রদেশ এবং বিহারের ব্যবসায়ীরা মোট ১.৩৩ কোটি টাকায় মাছগুলি কিনে নেয়। এই মাছের দেহাংশ দিয়ে জীবনদায়ী ওষুধ, কসমেটিক্স এবং অস্ত্রোপচারের সময়ে কাজে লাগে।

হংকং, জাপান,
  • 5/7

হংকং, জাপান, সিঙ্গাপুর মালেয়াশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে এই মাছের বিরাট চাহিদা রয়েছে। মাছটি বিজ্ঞানসম্মত নাম Protonibea Diacanthus।

জানা গিয়েছে,
  • 6/7

জানা গিয়েছে, মাছটি খুবই দুর্লভ। খুব কমই সমুদ্রে দেখা যায়। কোনওভাবেই ওই জেলেদের কাছে এই মাছ চলে এসেছিল। তখনই জালে ধরা পড়ে ঘোল মাছগুলি। 

এই মাছ ধরে
  • 7/7

এই মাছ ধরে রাতারাতি ভাগ্য বদলে গিয়েছে মৎস্যজীবীদের। গোটা মরসুমে তেমন মাছ ধরা পড়েনি। এখন এতো টাকাও পাওয়ায় স্বাভাবিক ভাবেই তাঁদের মুখে খুশির হাওয়া।

Advertisement