scorecardresearch
 
Advertisement
দেশ

ভারতের হারে উৎসব পালনকারীদের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা যোগী সরকারের

পদক্ষেপ
  • 1/9

টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের সমর্থনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। এখনও পর্যন্ত ৭ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ। (ফাইল ছবি)
 

মামলা
  • 2/9

উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় পাকিস্তানের সমর্থনে আসা লোকজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে।

একজনের
  • 3/9

মামলায় আগ্রায় তিনজন, বেরেলিতে তিনজন এবং লখনউতে একজনের নাম করেছে।
 

Advertisement
শিক্ষিকা
  • 4/9

অন্যদিকে, রাজস্থানের উদয়পুরে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থনকারী শিক্ষিকা নাফিসা আত্তারিকে পুলিশ গ্রেফতার করেছে।

আমরা
  • 5/9

নাফিসা তাঁর হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস পোস্ট করে লেখেন যে আমরা জিতেছি। পাকিস্তানের জয়ে আনন্দ প্রকাশ করার পর নাফিসাকে তাঁর স্কুল তার চাকরি থেকে বরখাস্ত করে।

ভারতের
  • 6/9

ররিবার দুবাইতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে পাকিস্তান জিতে যায়। তারপরেই ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তানকে সমর্থন করার অভিযোগ ওঠে। 

পড়ুয়ার
  • 7/9

অভিযোগ, পঞ্জাবের একটি কলেজে বিহার ও উত্তরপ্রদেশের কিছু পড়ুয়ার বিরুদ্ধে কাশ্মীরি পড়ুয়াদের মারধরের অভিযোগ ওঠে।
 

Advertisement
জেতার
  • 8/9

পাল্টা বিহার ও উত্তরপ্রদেশের পড়ুয়াদের অভিযোগ, পাকিস্তান ম্যাচ জেতার পরে আপত্তিকর স্লোগান দিয়েছিল কাশ্মীরের পড়ুয়ারা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ওই কলেজের। 

ঘটনাগুলি
  • 9/9

এর পাশাপাশি কাশ্মীরের একটি কলেজেও এমন অভিযোগ সামনে আসে। এবার উত্তরপ্রদেশের ঘটনাগুলি নিয়ে কড়া মনোভাব নিল যোগী সরকার। 

Advertisement