scorecardresearch
 
Advertisement
দেশ

Guru Nanak Jayanti 2020: গুরু নানক জয়ন্তীতে উপচে পড়া ভিড়, আলোর সাজে 'স্বর্গীয়' স্বর্ণমন্দির, দেখুন ছবিতে

Guru Nanak Jayanti
  • 1/7

কার্তিক মাসের পূর্ণিমার দিনে গুরু নানকের জন্ম হয়েছিল। প্রতিবছর এই দিনটি নানক জয়ন্তী হিসেবে পালিত হয়। শিখ সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব নানক জয়ন্তী। এটি গুরু পর্ব অথবা প্রকাশোৎসব নামেও পরিচিত। 
 

Guru Nanak Jayanti
  • 2/7

১৪৬৯ সালে তালবন্ডী নামক স্থানে গুরু নানক জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত ও নানকানা সাহিব হিসেবে পরিচিত।
 

Guru Nanak Jayanti
  • 3/7

গুরু নানকের ৫৫১-তম জন্মবার্ষিকীকে আলোর সাজে সেজেছে অমৃতসরের স্বর্ণ মন্দির।

Advertisement
Guru Nanak Jayanti
  • 4/7

গুরু নানকের জন্মজয়ন্তীর ঠান্ডা উপেক্ষা করেই সকালে স্বর্ণমন্দির সংগলগ্ন জলাশয়ে পুণ্যস্নান করেন পুণ্যার্থীরা। 

Guru Nanak Jayanti
  • 5/7

 স্বর্ণমন্দিরের সরোবরে স্নান করে গুরু নানকের কাছে প্রার্থনা করেন শিখ ধর্মাবলম্বীরা। 

Guru Nanak Jayanti
  • 6/7


করোনা কালের মধ্যেই সকাল থেকেই গুরুদ্বোয়ারায় পুণ্যার্থীদের ভিড় ছিল। অনেক জায়গাতেই শিকেয় উঠেছিল সামাজিক দূরত্বের বিধি।

Guru Nanak Jayanti
  • 7/7


নানক জন্মজয়ন্তী উপলক্ষ্যে অমৃতসরের স্বর্ণ মন্দির ছাড়াও অগুণতি ভক্ত সমাগম হয় অন্যান্য গুরুদোয়ারাতেও।

Advertisement