scorecardresearch
 
Advertisement
দেশ

Holi Celebration 2023 Photos : হোলিতে রঙিন গোটা দেশ, সামিল সেলেবরাও

দেশজুড়ে হোলি উদযাপন
 • 1/12

দেশজুড়ে উদযাপন হল হোলি। রঙের উৎসবে মেতে উঠলেন সর্বস্তরের মানুষ। দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্রই হোলির রঙে নিজেকে রাঙিয়ে নিলেন সবাই। বাদ গেলেন না সেলেব্রিটিরাও। দেশজুড়ে হোলি উদযাপনের কিছু টুকর ছবি তুলে ধরা হল এখানে। 

দেশজুড়ে হোলি উদযাপন
 • 2/12

কলকাতায় হোলি উদযাপনের সময় রঙে রঙিন এক মহিলা (এএফপি ছবি)

দেশজুড়ে হোলি উদযাপন
 • 3/12

বেঙ্গালুরুতে শিশুদের বিভিন্ন রঙে হোলি উদযাপনের মুহূর্ত। (পিটিআই ছবি)

Advertisement
দেশজুড়ে হোলি উদযাপন
 • 4/12

মুম্বইতে হোলিতে রঙিন অভিনেত্রী মন্দিরা। চোখে মুখে ফুটে উঠেছে হোলির আনন্দ। (এএফপি)

দেশজুড়ে হোলি উদযাপন
 • 5/12

হোলির আনন্দ মেতে উঠতে দেখা গেল আরও এক অভিনেতা আশিস চৌধুরীকে।

দেশজুড়ে হোলি উদযাপন
 • 6/12

হায়দ্রাবাদে হোলি উদযাপনের সময় একজন মহিলার রঙ মাখার ছবি। (এএফপি ছবি)

দেশজুড়ে হোলি উদযাপন
 • 7/12

পুষ্করে হোলি উদযাপনের জন্য নানা রঙের আবিরে রঙিন স্থানীয় বাসিন্দারা। (পিটিআই ছবি)

Advertisement
দেশজুড়ে হোলি উদযাপন
 • 8/12

অমৃতসরের শ্রী দূর্গিয়ানা মন্দিরে হোলি উদযাপনের সময় একে অপরকে রাঙিয়ে তুলছেন মানুষজন। (এএফপি ছবি)

দেশজুড়ে হোলি উদযাপন
 • 9/12

কুল্লুতে হোলি উদযাপনের সময় রঙিন হওয়ার পাশাপাশি নাচে গানে মেতে উঠেছেন মানুষ। (পিটিআই ছবি)

দেশজুড়ে হোলি উদযাপন
 • 10/12

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে সেনা কর্মীদের হোলি উদযাপন। (পিটিআই ছবি)

দেশজুড়ে হোলি উদযাপন
 • 11/12

হোলির আনন্দ সামিল বিশেষভাবে সক্ষম শিশুরাও। 

Advertisement
দেশজুড়ে হোলি উদযাপন
 • 12/12

আহমেদাবাদে হোলির প্রাক্কালে 'হোলিকা দহন'-এর ছবি। (এএফপি ছবি)

আরও পড়ুন - শুধু ডাবের জল নয়, শাঁসেরও রয়েছে চমৎকারী গুণ; জানলে চমকে যাবেন

Advertisement