scorecardresearch
 
Advertisement
দেশ

PM Kisan Samman Nidhi Yojana: সোমবার অ্যাকাউন্টে আসবে টাকা, আপনি পাবেন কিনা কীভাবে জানবেন?

PM Kisan Samman Nidhi Yojana
  • 1/5

PM Kisan Samman Nidhi Yojana-য় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা আসবে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্টার্ড কৃষকদের অ্যাকাউন্টে সরকার ২ হাজার টাকা ট্রান্সফার করতে চলেছে ৷ এই যোজনায়  কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করে কেন্দ্রীয় সরকার। 

PM Kisan Samman Nidhi Yojana
  • 2/5

সোমবারই নবম কিস্তির টাকার তালিকা প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। এবারে সাড়ে ৯ কোটিরও বেশি কৃষককে এই টাকা দেওয়া হবে। বেলা সাড়ে ১২ টার সময় এই তালিকা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। 
 

PM Kisan Samman Nidhi Yojana
  • 3/5

MyGovIndia টুইটারের মাধ্যমে এই খবর সামনে আনা হয়েছে। এই কিস্তিতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা দেবে কেন্দ্র। এই প্রকল্পে ইতিমধ্যেই ১.৩৮ লাখ কোটি টাকারও বেশি ব্যায় করেছে মোদী সরকার।

Advertisement
PM Kisan Samman Nidhi Yojana
  • 4/5

মোদী সরকার যে তালিকা প্রকাশ করবে, সেখানে আপনিও আছেন কি না তা কীভাবে জানবেন? জানার জন্য সবথেকে প্রথমে আপনাকে pmkisan.gov.in-এই সাইটে যেতে হবে। 

PM Kisan Samman Nidhi Yojana
  • 5/5

সেখানে হোমপেজের জানদিকে Farmers corner বলে একটি অপশন পাবেন।সেখানে আবার Beneficiary List নামের একটি অপশনও থাকবে। সেখানে আবার রাজ্য, জেলা ইত্যাদি অপশন পাবেন। নির্দিষ্ট জায়গায় গিলে সার্চ করলেই পেয়ে যাবেন নামের তালিকা। প্রসঙ্গত, সরকার এখনও পর্যন্ত ৮ কিস্তিতে চাষিদের টাকা দিয়েছে।  

Advertisement