Advertisement
দেশ

লালুর পরিবারে আধিপত্যের লড়াই? তেজপ্রতাপের পোস্টারে উধাও তেজস্বী

  • 1/7

আরজেডি সুপ্রিমো লালু প্রসাদের পরিবারে কি আধিপত্যের লড়াই চলছে (Lalu Prasad Yadav Family)? লালুর দুই ছেলে তেজপ্রতাপ যাদব  (Tej Pratap Yadav) এবং তেজস্বী যাদবের (Tejashwi Yadav) মধ্যে কি সবকিছু ঠিকঠাক চলছে না? এই প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে বিহারের রাজনীতিতে। 
 

  • 2/7

কারণ রবিবার পাটনায় ছাত্র আরজেডি -র একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হল। যেখানে তেজপ্রতাপ যাদব প্রধান অতিথি ছিলেন। তেজপ্রতাপ ছাত্র আরজেডির পৃষ্ঠপোষক। কিন্তু পোস্টারে  তেজস্বীর ছবি অনুপস্থিত ছিল।

  • 3/7

আরজেডি -র এই সভায়, সারা রাজ্যের ছাত্রছাত্রী, আরজেডির পদাধিকারী, জেলা সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষরাও অংশ নিয়েছিলেন। কর্মসূচির জন্য, আরজেডি অফিসে ছাত্র আরজেডি দ্বারা বড় ব্যানার এবং পোস্টার লাগানো হয়েছিল। এতে তেজ প্রতাপের পাশাপাশি আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ছবিও ছিল।
 

Advertisement
  • 4/7

উল্লেখযোগ্য বিষয় হল, ছাত্র আরজেডি -র রাজ্য সভাপতি আকাশ যাদবও পোস্টারে জায়গা পেয়েছিলেন, কিন্তু আশ্চর্যজনক ভাবে  এই পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছিল আরজেডি নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে। অর্থাৎ তেজস্বী যাদবের ছবি এই পোস্টারে রাখা হয়নি।
 

  • 5/7

এমন পরিস্থিতিতে, প্রশ্ন উঠছে যে দুই ভাই তেজপ্রতাপ এবং তেজস্বীর মধ্যে আধিপত্যের লড়াই আছে কিনা? যার কারণে ছাত্র আরজেডির পৃষ্ঠপোষক তেজ প্রতাপ তেজস্বীকে পোস্টার থেকে বের করে দিয়েছেন? যদিও  তেজপ্রতাপ যাদব সংবাদমাধ্যমের  সামনে এই ধরনের লড়াইয়ের কথা অস্বীকার করেছেন।
 

  • 6/7

তেজপ্রতাপ যাদব এই বিতর্কে নিয়ে বলেন, "তেজস্বী আমার হৃদয়ে আছে। বিলবোর্ড এবং পোস্টারের কী হবে? তেজস্বী আমার অর্জুন এবং মুখ্যমন্ত্রী হবেন। " 
 

  • 7/7


এদিকে বিষয়টি জেডিইউ  দলের মুখপাত্র অভিষেক ঝা বলেন, "লালু পরিবার সবসময় সুবিধাবাদী হওয়ার প্রমাণ দিয়ে এসেছে। নির্বাচনের আগে তেজস্বী পোস্টার থেকে লালু ও রাবড়ির ছবি সরিয়ে দিয়েছিলেন, তারপর নির্বাচনে হেরে যাওয়ার পর পোস্টারে লালু-রাবড়ির ছবি ফিরিয়ে এনেছিলেন। এখন তেজপ্রতাপ তার ভাইকে পোস্টার থেকে বের করে দিয়েছেন।"

Advertisement