Advertisement
দেশ

PHOTOS: আসছে সাইক্লোন Tauktae! যুদ্ধকালীন তত্‍পরতায় প্রস্তুতি বায়ুসেনার

  • 1/8

সময় হাতে বেশি নেই। রবিবারের মধ্যে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় টাউকটে।  লাক্ষাদ্বীপপুঞ্জ এবং আরব সাগরের মধ্যবর্তী সমুদ্রপৃষ্ঠে তৈরি হয়েছে মারাত্মক নিম্মচাপ। 

  • 2/8

যা ধীরে ধীরে শক্তিবৃদ্ধি করে সাইক্লোনে পরিণত হচ্ছে৷ সেই দুর্যোগ রুখতে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বায়ুসেনা।ইতিমধ্যেই পশ্চিম উপকূলে ১৮টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

  • 3/8

মহারাষ্ট্র, কেরল, গুজরাটে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি সঞ্চয় করতে শুরু করে রবিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্মচাপটি, এমনটাই জানিয়েছে মৌসম ভবন।

Advertisement
  • 4/8


ভারতীয় বায়ুসেনারাও তাঁদের শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিয়েছে। ভাটিন্ডা থেকে জামনগরে গিয়েছে একটি IL-76 এয়ারক্র্যাফট। সেখানে রয়েছে ১২৭ সেনা ও ১১ টন পণ্য। রাজকোটে পৌঁছেছে A C-130 এয়ারক্র্যাফট।

  • 5/8

সেখানে ২৫ জন সেনা ও ১২.৩ টন পণ্য ও খাদ্য সামগ্রী রয়েছে। দুটি C-130 এয়ারক্র্যাফট জামনগরে পৌঁছেছে ভুবনেশ্বর থেকে।

  • 6/8


আপাতত পরিস্থিতি বিবেচনা করে আগামী কয়েক দিনের জন্য এই উপকূলীয় অঞ্চলে নজর রাখবে বায়ুসেনারা।

  • 7/8

ত্রাণ কাজ ছাড়াও উদ্ধার কাজেও সাহায্য করবেন তাঁরা।

Advertisement
  • 8/8


ইতিমধ্যেই পশ্চিম উপকূলে ১৮টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। মহারাষ্ট্র, কেরল, গুজরাটে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। 

Advertisement