scorecardresearch
 
Advertisement
দেশ

কতদিন পর শরীরে ফের বাসা বাঁধতে পারে করোনা, সতর্ক করল ICMR

 সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা
  • 1/9

করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির পুনরায় আক্রান্ত হওয়ার একাধিক খবর পাওয়া যাচ্ছে। এই নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। 

 সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা
  • 2/9

আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন করোনা থেকে সেরে ওঠার  ৫ মাসের মধ্যে শরীরে অ্যান্টিবডি কমে গেলে ফের সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়। 

 সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা
  • 3/9

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে  এবিষয়ে তথ্য দিয়েছেন আইসিএমআরের ডিরেক্টর জেনারেল। সংক্রমণ আটকাতে তাই মানুষকে মাস্ক পরার অনুরোধ করেছেন তিনি।  বলেছেন, করোনা সংক্রমণ রুখতে যা যা নিয়মের কথা বলা হয়েছে, সবই মেনে চলা হোক অক্ষরে অক্ষরে। 
 

Advertisement
 সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা
  • 4/9

আইসিএমআর জানাচ্ছে, কোনও সংক্রমণের পরেই শরীর অ্যান্টিবডি তৈরি হয়। করোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেরে ওঠার পর অ্যান্টিবডি থাকছে অন্তত ৫ মাস পর্যন্ত। সেক্ষেত্র যদি কারও শরীরে সংক্রমণ থেকে সেরে ওঠার ৫ মাসের মধ্যে অ্যান্টিবডি কমে যায়, তবে তাঁর ফের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সেরে ওঠার পরেও মাস্ক পরা অত্যন্ত জরুরি।

 সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা
  • 5/9

করোনাভাইরাস এখনও অভিযোজন করে চলেছে। ফলে এই মারণ ভাইরাসকে নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। তবে করোনার মূল লক্ষণ  হল জ্বর, কাশি আর শ্বাসকষ্ট। 

 সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা
  • 6/9

এদিকে দেশে  বুধবার করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা সামান্য বাড়ল। গত ২৪ ঘণ্টায় ভারতে  কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ৫৪ হাজারের কিছু বেশি মানুষ। এর ফলে মোট সংক্রমিতের সংখ্যা ৭৬ লক্ষ ছাড়িয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ৭১৭ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৫,৯১৪। 

 সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা
  • 7/9

দেশে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার শুরু থেকেই আশাব্যঞ্জক। এখনও পর্যন্ত দেশে মোট ৬৭ লক্ষ ৯৫ হাজার ১০৩ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। 

Advertisement
 সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা
  • 8/9

পরিসংখ্যান বলছে  দেশের মোট আক্রান্তের ৮৮ শতাংশেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। দেশে সুস্থতার হার ৮৮.৮১ শতাংশ।  মৃতের হার ১.৫১ শতাংশ। 

 সেরে ওঠার পরেও ফিরে আসতে পারে করোনা
  • 9/9

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৬১ হাজার ৭৭৫ জন।  বর্তমানে দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ৪০ হাজার ৯০ জন।  গত ২৪ ঘণ্টায় দেশে ১০,৮৩,৬০৮ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

Advertisement