scorecardresearch
 
Advertisement
দেশ

রেলে এবার ‘zero-based’ সময়সূচি, জেনে নিন কীভাবে দেখবেন নতুন টাইম টেবিল

Indian Railways
  • 1/10

বড়সড় সংস্কারের পথে ভারতীয় রেল। জিরো বেসড টাইম টেবিল তৈরি করছে রেলওয়ে। রেলের নতুন ‘জিরো বেসড’ টাইম টেবিল খুব শীঘ্রই চালু হতে চলেছে।

Indian Railways
  • 2/10

বিগত কয়েক দশক ধরেই রাজনৈতিক দাবির কারণে ট্রেনগুলির স্টপেজ বাড়ানো হয়েছে। ভোট ব্যাঙ্ক ও নেতাদের বিরোধের আশঙ্কায় অনেক চাহিদাহীন ট্রেনগুলিও চালিয়ে যাওয়া হচ্ছে, যেগুলির অর্ধেকের বেশি আসন খালি থাকে। এ জন্য এমন প্রায় ৫০০ ট্রেন চিহ্নিত করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।

Indian Railways
  • 3/10

‘zero-based’ টাইম টেবিলের  পরিবর্তিত হয়েছে বহু ট্রেনের সময়সূচিতে। বহু দূরপাল্লার ট্রেনের মধ্যবর্তী স্টপেজ কমেছে। ফলে চলাচলের সময়ও কমেছে পাল্লা দিয়ে। 
 

Advertisement
Indian Railways
  • 4/10

অনেকের মনেই প্রশ্ন রয়েছে, জিরো বেসড টাইম টেবিল আসলে কী? আসলে  জিরো বেসড টাইম টেবিলে তৈরির সময় ধরে নেওয়া হয়, ট্রাকে কোনও ট্রেন থাকে না।
 

Indian Railways
  • 5/10

অর্থাৎ, প্রত্যেক ট্রেনের নতুন ট্রেনের মতো সময়সূচী দেওয়া হয়। যেখানে এক-এক করে সমস্ত ট্রেনের চলার সময় নির্ধারণ করা হয়। এতে প্রত্যেক ট্রেনের চলার ও কোনও স্টেশনে থামার নির্দিষ্ট সময় দেওয়া হয়, যাতে ওই ট্রেন অন্য কোনও ট্রেনের কারণে লেট না হয় এবং একইসঙ্গে অন্য ট্রেনের সময়সূচিকে প্রভাবিত না করে।
 

Indian Railways
  • 6/10

‘জিরো বেসড’ টাইম টেবিলে বিভিন্ন ট্রেনের প্রায় ১০ হাজার স্টপেজ বন্ধ করা হচ্ছে। এরমধ্যে বেশিরভাগই ধীর গতির প্যাসেঞ্জার ট্রেনের। তবে  প্যাসেঞ্জার ট্রেনগুলির কোনও হল্ট স্টেশনে যেখানে কমপক্ষে ৫০ যাত্রীর ওঠা-নামা রয়েছে, সেগুলি বন্ধ হবে না। কিন্তু যেখানে ৫০-র কম যাত্রী ওঠা-নামা করে, এমন স্টপেজগুলি নয়া টাইম টেবিলে রাখা হয়নি।
 

Indian Railways
  • 7/10

চাহিদাহীন ট্রেন ও কয়েকটি ট্রেনর স্টপেজ কমানোয় বেশ কিছু ট্রেনের গতি বেড়েছে। পরিকল্পনা অনুযায়ী, নয়া টাইম টেবিলে কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনকে সুপারফাস্ট ট্রেন হিসেবে গন্য করা হচ্ছে। যে ট্রেনগুলির গড় গতি ঘন্টায় ৫৫ কিমি, সেগুলিকে সুপারফাস্ট ট্রেন বলা হয়। 
 

Advertisement
Indian Railways
  • 8/10

দূরপাল্লার ট্রেনগুলির ক্ষেক্রে  কেবলমাত্র কোনও প্রধান স্টেশন পথে পড়লে ট্রেন থামবে । অন্যথায় ২০০  কিলোমিটারের জন্য কোনও স্টপেজ থাকবে না।
 

Indian Railways
  • 9/10

‘জিরো বেসড’ টাইম টেবিলে ভাড়া বাড়ানো ছাড়াই রেলের বার্ষিক আয়  ১,৫০০ কোটি  বাড়বে বলেই আশা রেলমন্ত্রকের। পাশাপাশি দূরপাল্লার ট্রেন ৬ ঘণ্টা পর্যন্ত কমবে যাত্রাপথের সময়কাল। 

Indian Railways
  • 10/10

এদিকে ‘জিরো বেসড’ টাইম টেবিলে ট্রেন যাত্রার সময় কমে যাওয়ার  আগে থেকে কাটা টিকিট কেটে স্টেশনে এসেও ট্রেন মিসের সম্ভাবনা রয়েছে। ফলে যাত্রীমহলে একটা বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকছে। এই পরিস্থিতিতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে নতুন টাইম টেবিল দেখে নিয়ে ট্রেনে উঠুক যাত্রীরা। এরজন্য যাত্রীরা কয়েকটি জায়গা থেকে নতুন টাইম টেবিল দেখে নিতে পারবেন। সেগুলি হল রেলের NTES Mobile App, বা পূর্ব রেলের ওয়েবসাইট। পাশাপাশি কয়েকটি হেল্পলাইন নম্বরও চালু করেছে পূর্ব রেল। এই নম্বরগুলিতে ফোন করেও জেনে নিতে পারবেন ট্রেনের পূর্ণাঙ্গ সময়সূচি।

Advertisement