scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

২৩৮টি শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় বায়ুসেনা! স্টাইপেন্ড ৫৬,১০০ টাকা

IAF Recruitment
  • 1/9

কমিশন্ড অফিসার পদে ২৩৮ জন তরুণ-তরুণীকে নিয়োগ করা হচ্ছে ভারতীয় বায়ুসেনায়। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শর্ট সার্ভিস কমিশনে ফ্লাইং ব্রাঞ্চ এবং পার্মানেন্ট/ শর্ট সার্ভিস কমিশনে গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল) ব্রাঞ্চে কমিশন্ড অফিসার পদে নিয়োগ। নিয়োগ হবে এনসিসি স্পেশ্যাল এন্ট্রির অধীনে ফ্লাইং ব্রাঞ্চে। প্রার্থী বাছাই করা হবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে।

IAF Recruitment
  • 2/9

এএফসিএটি এন্ট্রি ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে: প্রশিক্ষণের মাধ্যমে ৬৯টি শূন্যপদে তরুণ-তরুণীদের শর্ট সার্ভিস কমিশনের ফ্লাইং ব্রাঞ্চে নিয়োগ হবে।

IAF Recruitment
  • 3/9

গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) ব্রাঞ্চের ক্ষেত্রে: প্রশিক্ষণের মাধ্যমে ৬৭টি শূন্যপদে (পার্মানেন্ট কমিশন ২৭টি, শর্ট সার্ভিস কমিশন ৪০টি) গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) ব্রাঞ্চে তরুণদের নিয়োগ হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে ২৯টি শূন্যপদে (পার্মানেন্ট কমিশনে ১২টি এবং শর্ট সার্ভিস কমিশনে ১৭টি) গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) ব্রাঞ্চে তরুণ-তরুণীদের নিয়োগ হবে।

Advertisement
IAF Recruitment
  • 4/9

প্রশিক্ষণের মাধ্যমে ৭০টি শূন্যপদে গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) ব্রাঞ্চে তরুণদের নিয়োগ হবে। এর মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনে ৩১ জনকে নিয়োগ করা হবে (পার্মানেন্ট ১২টি, শর্ট সার্ভিস ১৯টি), অ্যাকাউন্টসে ১৬ জনকে নিয়োগ করা হবে (পার্মানেন্ট ৬টি, শর্ট সার্ভিস ১০টি) এবং লিগ্যালে ২৩ জনকে নিয়োগ করা হবে (পার্মানেন্ট ৯টি, শর্ট সার্ভিস ১৪টি)।

IAF Recruitment
  • 5/9

এনসিসি স্পেশ্যাল এন্ট্রি ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে: প্রশিক্ষণের মাধ্যমে ফ্লাইং ব্রাঞ্চে তরুণ-তরুণীদের নিয়োগ হবে। পার্মানেন্ট কমিশনের জন্য সিডিএসই-এর ১০ শতাংশ শূন্যপদ রয়েছে এবং এএফসিএটি শূন্যপদের ১০ শতাংশ শূন্যপদ রয়েছে শর্ট সার্ভিস কমিশনের জন্য।

IAF Recruitment
  • 6/9

আবেদনকারীর বয়স: ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৪ বছরের মধ্যে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকা আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ২৬ বছর। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৬ বছরের মধ্যে। আবেদনকারীদের যাঁদের বয়স ২৫ বছরের নিচে, তাঁদের অবিবাহিত হতে হবে।

IAF Recruitment
  • 7/9

আবেদনকারীর বয়স: ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৪ বছরের মধ্যে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকা আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ২৬ বছর। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৬ বছরের মধ্যে। আবেদনকারীদের যাঁদের বয়স ২৫ বছরের নিচে, তাঁদের অবিবাহিত হতে হবে।

Advertisement
IAF Recruitment
  • 8/9

ফ্লাইং অফিসারের বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিস পে বাবদ মিলবে ১৫,৫০০ টাকা। ট্রেনিংয়ের সময় ফ্লাইট ক্যাডেটরা স্টাইপেন্ড বাবদ পাবেন নির্দিষ্ট হারে ৫৬,১০০ টাকা। 

IAF Recruitment
  • 9/9

কমিশন্ড অফিসার পদে আবেদন জানাতে হবে অনলাইনে https://careerindianairforce.cdac.in অথবা https://afcat.cdac.in —এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩০ ডিসেম্বর। এএএফসিএটি এন্ট্রির ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রে প্রার্থি বাছাইয়ের জন্য অনলাইন টেস্ট হবে। এ ক্ষেত্রে ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে। এনসিসি স্পেশ্যাল এন্ট্রি ক্ষেত্রে অবশ্য কোনও ফি লাগবে না। ফি জমা দিতে হবে অনলাইনে।

Advertisement