scorecardresearch
 
Advertisement
দেশ

PHOTOS : ভূমিকম্প পারবে না টলাতে! আম্বানির বাড়ির অন্দরমহল কেমন, দেখুন সেই ছবি

মুকেশর আম্বানির
  • 1/9

মুকেশর আম্বানির বিলাসবহুল বাড়ি  Antilla কার্যত স্বপ্নের রাজপ্রাসাদের মতো। কী না নেই সেখানে। বাকিংহ্যাম প্যালেসের পরে এটিও বিশ্বের দ্বিতীয় ব্যায়বহুল অট্টালিকা। জানুন এটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
 

এটি মুম্বই তথা দেশের
  • 2/9

এটি মুম্বই তথা দেশের অন্যতম ধনী এলাকায় অবস্থিত। এই এলাকায় সাধারণ কোটিপতি ধনী মানুষরাই বসবাস করেন। 
 

মোট ২৭ তলা বিল্ডিং
  • 3/9

মোট ২৭ তলা বিল্ডিং। প্রতিটি ফ্লোরেই রয়েছে সুন্দর ভাবে কাজ। পুরো অট্টালিকাটি নির্মাণে ব্যবহার করা হয়েছে দামী পাথর, মার্বেল।
 

Advertisement
ভূমিকম্প হলেও টলাতে
  • 4/9

ভূমিকম্প হলেও টলাতে পারবে না এই বিলাসবহুল বাড়িটিকে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮ হলেও এই বাড়িটির কোনও ক্ষতি হবে না। বাড়িটির রক্ষণাবেক্ষনের সবসময় থাকে ৬০০ কর্মী।

গোটা বাড়িটিই যেন
  • 5/9

গোটা বাড়িটিই যেন আস্ত একটা শহর। কী না নেই সেখানে, হেলিপ্যাড, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বাগান, সুইমিং পুল, স্পা সেন্টার, হেল্ফ কেয়ার, মন্দির, স্নো রুম ইত্যাদি।

Antilla-র ৬ তলায় গড়ে তোলা
  • 6/9

Antilla-র ৬ তলায় গড়ে তোলা হয়েছে গ্যারেজ। যেখানে রয়েছে কোটি টাকার প্রচুর গাড়ি। জানা গিয়েছে প্রায় ১৬৮টি গাড়ি রয়েছে সেখানে। গাড়িগুলির রক্ষণাবেক্ষণের জন্য আলাদা একটি কার সার্ভিস স্টেশন তৈরি করা হয়েছে।
 

সুন্দর এই বাড়িটির প্রতিটি
  • 7/9

সুন্দর এই বাড়িটির প্রতিটি তলাই আকর্ষণীয়। সবথেকে বেশি চোখ টানে যোগা সেন্টার, ড্যান্স স্টুডিও, হেলফ-স্পা, সুইমিং পুল ইত্যাদি। 

Advertisement
গোটা বিল্ডিং লিফটের
  • 8/9

গোটা বিল্ডিং লিফটের সংখ্যা ১১টি। প্রত্যেকের ওঠানামার জন্য নির্দিষ্ট লিফট আছে।

রয়েছে সিনেমা হলও
  • 9/9

রয়েছে সিনেমা হলও। সেখানে ৫০ জন একসঙ্গে সিনেমা দেখতে পারেন। তার ঠিক পাশেই রয়েছে আইসক্রিম পার্লার। এই বিল্ডিং থেকে সমুদ্রও দেখা যায়।
 

Advertisement