চলতি বছরের শেষ সূর্যগ্রহণ দেখা গেল মঙ্গলবার। দেশ, বিদেশের নানা প্রান্ত সাক্ষী থাকল বছরের শেষ আংশিক সূর্যগ্রহণের। ২৭ বছর আগে, ১৯৯৫ সালে কালীপুজোর পর দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছিল বাঙালি। দেখা মিলেছিল, হীরের আংটিরও। এ বার ফের কালীপুজোর পর দিন সূর্যগ্রহণ। এই বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ৩০ এপ্রিল। দীপাবলির পরের দিন বছরের শেষ সূর্যগ্রহণ। কোথাও সূর্যগ্রহণের পর গঙ্গাস্নান তো কোথাও চোখে এক্স-রে প্লেট লাগিয়ে বছরের শেষ সূর্যগ্রহণ উপভোগ করতে দেখা গেল।