scorecardresearch
 
Advertisement
দেশ

পিছিয়ে গেল কেরলে বর্ষা ঢোকার দিন, বাংলা নিয়ে কী বলছে IMD?

Monsoon
  • 1/10

ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট আগে জানিয়েছিল  ৩১ মে কেরালায় বর্ষা প্রবেশ করবে। অন্যান্য বছর সাধারণত ১ জুন বর্ষা প্রবেশের দিন। কিন্তু এবছর প্রথা ভেঙে সময়ের আগেই প্রবেশ করতে চলেছে বর্ষা।

Monsoon
  • 2/10

তবে রাত পোহালেই দেশে বর্ষার প্রবেশের যে আগাম বার্তা দিয়েছিল আইএমডি, তার কিছুটা পরিবর্তন ঘটলো। মৌসম ভবন জানাচ্ছে ৩১ মে নয় বরং ৩ জুন কেরলে প্রবেশ করতে চলেছে বর্ষা। 

Monsoon
  • 3/10

মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বায়ু পয়লা জুন থেকে জোরদার হবে। ফলে কেরলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ফলে কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে ৩ জুন। 
 

Advertisement
Monsoon
  • 4/10

ইতিমধ্যেই কেরলে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। কেরলের  এর্নাকুলাম, আলপুজ্জাহা, কোট্টায়াম, ইদুক্কি, তিরুবন্তপুরমে বৃষ্টিপাত চলছে।
 

Monsoon
  • 5/10

 কেরাল নয়, লাদাখ, জম্মু ও কাশ্মীর সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও শুরু হয়েছে প্রাক বর্ষা বৃষ্টিপাত। উত্তরাখণ্ডের ৩ পাহাড়ি জেলায় ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করতে হয়েছে। 
 

Monsoon
  • 6/10

জানা গিয়েছে দেশের মূল ভূখণ্ডের দিকে দ্রুত এগোচ্ছে দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ু। ৩ জুন কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে। তারপরই বর্ষা শুরু হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি জন্ম নেবে পরিবেশে। জানানো হয়েছে, কেরল দিয়ে প্রবেশ করে গোয়া অভিমুখের দিকে যেতে শুরু করবে মৌসুমী বায়ু। তারপর থেকেই বর্ষণ মুখর হবে দেশ।

Monsoon
  • 7/10

রাজ্যে বর্ষা কবে আসবে? জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক এগোলে রাজ্যে ৮ জুনের মধ্যেই বর্ষা চলে আসবে। তবে প্লাস মাইনাস চার দিন রাখা হচ্ছে। দেরি হলে ১২ জুনের মধ্যে বাংলায় পা রাখবে বর্ষা।
 

Advertisement
Monsoon
  • 8/10

তবে হাওয়া অফিস এও সবসময়েই বলে থাকে কেরলের বর্ষার আগমনের সঙ্গে বাংলায় এর আগমনের বিশেষ সম্পর্ক নেই। সেখানে আগে আসুক বা দেরি করে, তার প্রভাব সাধারণত পরে না।

Monsoon
  • 9/10

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে বার্ষিক বৃষ্টি হবে প্রায় ৭০ শতাংশ। এবছর দেশে বর্ষা কেমন হবে, সেই প্রসঙ্গে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের  তরফে জানানো হয়েছে, স্বাভাবিক বর্ষাই হবে দেশে। 

Monsoon
  • 10/10

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয় বর্ষা। এই সময়কালে স্বাভাবিক হবে বর্ষা। জানা যাচ্ছে, এই নিয়ে টানা তিনবছর দেশে স্বাভাবিক হতে চলেছে বর্ষা। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে জুন থেকে সেপ্টেম্বরে ৯৮ শতাংশ বৃষ্টি হতে পারে।
 

Advertisement