ব্রিটেনে একুশ বছরের এক মহিলা এক বাচ্চার জন্ম দিয়ে রেকর্ড গড়লেন। কারণ, ওই বাচ্চার ওজন প্রায় ৬ কেজি। একজন নবজাতকের এই ওজন দেখে অবাক চিকিৎসকরাও।
ঘটনা ব্রিটেনের অক্সফোর্ডশায়েরের। সেখানে এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ওই যুবতি। ওই গর্ভবতীকে দেখে চিকিৎসকরা প্রথমে মনে করেন, হয় তো বা যমজ বাচ্চা রয়েছে তার পেটে কিন্তু, বাচ্চার জন্ম হওয়ার পর ভুল ভাঙে ডাক্তারদের।
ডেইলি মেলে প্রকাশিত খবর অনুযায়ী, সদ্যোজাতর ওজন ছিল ১৩ পাউন্ড বা ৬ কেজির কাছাকাছি। গত ১৬ এপ্রিল ওই বাচ্চার জন্ম দেন যুবতি।
ওই যুবতি জানান, তিনি গর্ভবতী থাকাকালীন চিকিৎসকরা ভেবেছিলেন পেটে যমজ বাচ্চা রয়েছে। যুবতির পরিবার পরিজনও একই কথা ভেবেছিলেন।
এই বাচ্চার জন্ম এক বিশ্বরেকর্ড। কারণ, এত বেশি ওজনের বাচ্চার জন্ম এর আগে একবার মাত্র হয়েছে। সেটা ২০১২ সালে। সেবার প্রায় সাড়ে ৬ কেজি ওজনের সন্তানের জন্ম দিয়েছিলেন এক মহিলা। সেটাও ব্রিটেনেই।