সদ্য ৪ রাজ্যে ও ১ কেন্দ্রশাসিত রাজ্যে ফলাফল ঘোষণা হয়েছে। কোনও রাজ্যে এসেছে পরিবর্তন। কোথাও বা ক্ষমতাসীন দলই ফের সরকার গঠন করেছে। সবথেকে উল্লেখযোগ্য লড়াই ছিল বাংলায়। এখানে গতবারের রেকর্ড ভেঙে ফের ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।
বাংলায় বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল। ২০১৬ সালে ২১১টি আসনে জয়লাভ করেছিল। ২০২১ সালে আসনে তৃণমূল পেয়েছে ২১৩টি আসন। অন্যদিকে ৭৭-এ আটকে গিয়েছে বিজেপি। তবে ২০১৬ সালের নির্বাচনে তারা ৩টি আসন জিতেছিল। কিন্তু ২০২১ সালে তারা জিতেছে ৭৭টি আসন। বাম ও কংগ্রেস খাতাই খুলতে পারেনি।
অসমে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। ১২৬টি আসনের অসম বিধানসভায় বিজেপি জিতেছে ৭৬টি আসনে। কংগ্রেস জিতেছে ৪৯টি আসনে। অন্যান্য ১টি আসনে। কংগ্রেস এবার জোট করে লড়াইয়ে নামলেও জয়ের মুখ দেখতে পায়নি।
কেরলে ফের ক্ষমতায় ফিরছে বামেরা। মোট ১৪০টি আসনের মধ্যে এলডিএফ পেয়েছে ৯৭টি আসন। ইউডিএফ পেয়েছে ৪১টি আসন। অন্যান্যরা পেয়েছে ২টি আসন।
তামিলনাড়ুতে ক্ষমতায় ফিরছে স্ট্যালিন। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ডিএমকে পেয়েছে ১৫৭টি আসন। এআইডিএমকে পেয়েছে ৭৫টি আসন। অন্যান্য পেয়েছে ২টি আসন।