scorecardresearch
 
Advertisement
দেশ

একদিনে শেয়ারে পতন ৮%, বিশ্বের ধনী তালিকায় কত নম্বরে নামলেন মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি
  • 1/8

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। এশিয়ার সেরা ধনী হওয়ার পাশাপাশি বিশ্বের ১০ ধন কুবেরের মধ্যে থাকে তাঁর নাম। কিন্তু মাত্র একদিনে  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) শেয়ার মূল্য হ্রাস পাওয়ায় বিশ্বের ধনী তালিকা থেকে ২ ধাপ পিছোতে হল মুকেশ আম্বানিকে।
 

মুকেশ আম্বানি
  • 2/8

দেশের বৃহত্তম সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) শেয়ার সোমবার  কমেছে ৮% এর মতো। শেয়ারের মূল্য এখন ১,৯০০ টাকার নীচে চলে গেছে। বোম্বাই স্টক এক্সচেঞ্জে (বিএসই)-তে ১,৮৮৫ টাকায় লেনদেন চলছে।

মুকেশ আম্বানি
  • 3/8

সোমবার  রিলায়েন্সের বাজার মূলধন কমেছে ১ লাখ ৯ হাজার কোটি টাকা। তা ১৩.৮৯ লক্ষ কোটি টাকা থেকে নেমে এসেছে ১২.৮০ লক্ষ কোটি টাকায়। এক সপ্তাহে এই সংস্থার এমক্যাপ কমেছে ১.৩৬ লক্ষ কোটি টাকা। এর আগে ১২ মে, একদিনে শেয়ারটি ৭ % হ্রাস পেয়েছিল।

Advertisement
মুকেশ আম্বানি
  • 4/8

শেয়ারবাজারে   রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার মূল্য হ্রাস পাওয়ায়  রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের উপরও তার  প্রভাব পড়েছে। ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকা অনুসারে, সোমবার মুকেশ আম্বানির সম্পদ ৫  বিলিয়ন ডলার কমেছে। তাঁর সম্পদ এখন দাঁড়িয়েছে ৭৪.৬ বিলিয়ন ডলার।

মুকেশ আম্বানি
  • 5/8

সেই সঙ্গেই বিশ্বের ধনীর ক্রম তালিকায় ৫ নম্বর থাকা মুকেশ ২  ধাপ পিছিয়ে ৭ নম্বরে নেমে গিয়েছেন। 

মুকেশ আম্বানি
  • 6/8

 সেই সঙ্গেই এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি আম্বানিকে  পেছনে ফেলে দিলেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট। 

মার্ক জুকারবার্গ
  • 7/8

শুক্রবার ফেসবুক শেয়ারে পতনের কারণে সংস্থার  সিইও মার্ক জাকারবার্গের সম্পদও হ্রাস পায়।  যদিও তিনি মোট ৯৬.৭ বিলিয়ন ডলারের সম্পদের সঙ্গে ধনী তালিকায় চতুর্থ স্থানেই রয়েছেন। 
 

Advertisement
জেফ বেজোস
  • 8/8

তবে ধনী তালিকায় এক নম্বরেই  রয়েছেন আমাজনের সিইও জেফ বেজোস।

Advertisement