scorecardresearch
 
Advertisement
দেশ

PHOTOS: প্রায় ১ বছরের আন্দোলন-বন্‍‌ধ, কয়েকশো মৃত্যু...

কৃষক আন্দোলনের খণ্ডচিত্র
  • 1/11

ভারতের তিনটি বিতর্কিত কৃষি আইন স্থগিত রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালত। এই আইনগুলি বাতিল করার দাবিকে কেন্দ্র করেই দিল্লির সীমান্তে গত এক বছরের বেশি সময় ধরে তীব্র কৃষক আন্দোলন চলছিল।

কৃষক আন্দোলনের খণ্ডচিত্র
  • 2/11

গুরু পূর্ণিমার শুভেচ্ছার সঙ্গেই তিনি আইন প্রত্যাহারের খবর জানান। তাতে দীর্ঘ আন্দোলনের ইতি পড়ে যাবে বলে মনে করা হচ্ছে। গত এক বছরের বেশি সময় ধরে চলছে এই আন্দেলন। এক দিনের জন্যও আন্দোলনকারীরা দাবি থেকে সরে আসেননি।

কৃষক আন্দোলনের খণ্ডচিত্র
  • 3/11

এই তিনটি আইনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আগে একটি মামলা করা হয়েছিল। তার শুনানিতে তৎকালীন দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে কেন্দ্র সরকারকে আইন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন বছরের শুরুতেই। যদিও তা নিয়ে পাল্টা মামলা দায়ের হয়। যা চলছিলই।

Advertisement
কৃষক আন্দোলনের খণ্ডচিত্র
  • 4/11

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল, সরকার ঠিকমতো বিষয়টা সামলাতে পারছে না। এখন কৃষক আন্দোলনকে ঘিরে ঝরা রক্তের দায় কে নেবে ? প্রশ্ন ছিল তাদের। তিনটি কৃষি আইন প্রণয়ন করার আগে সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যথেষ্ট আলাপ-আলোচনা করেনি বলেও সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে।

কৃষক আন্দোলনের খণ্ডচিত্র
  • 5/11

কৃষি বিল চালু হওয়ার পর থেকেই বিরোধিতা করে আন্দোলনে নামে পঞ্জাব-হরিয়ানার কৃষকদের বড় একটা অংশ। সেই সঙ্গে যোগ দেয় গোটা দেশের কৃষক সমাজ। ভারতে সদ্য পাস হওয়া বিতর্কিত তিনটি কৃষি বিলের বিরুদ্ধে দেশব্যাপী কৃষক বিক্ষোভের আঁচ আজ এসে পৌঁছয় রাজধানী দিল্লিতে।

কৃষক আন্দোলনের খণ্ডচিত্র
  • 6/11

কেন্দ্র সরকার চাপে পড়ে কৃষিপণ্যের জন্য সরকারের 'ন্যূনতম সহায়ক মূল্য' বা এমএসপি বহাল থাকবে বলে আশ্বাস দেয়। তারপরও কৃষকরা তা বিশ্বাস করেনি।

 

কৃষক আন্দোলনের খণ্ডচিত্র
  • 7/11

বস্তুত কৃষিখাতে সংস্কারের লক্ষ্যে আনা নতুন একগুচ্ছ বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন কৃষক সংগঠন একযোগে প্রতিবাদ শুরু করেছিল।বিলগুলোর প্রতিবাদ করে মোদী ক্যাবিনেট থেকে ইস্তফা দিয়েছেন অকালি দলের হরসিমরত কউর।

Advertisement
কৃষক আন্দোলনের খণ্ডচিত্র
  • 8/11

রাষ্ট্রপতি ভবনের সামনে আন্দোলনকারীরা ট্রাক্টর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। যার পর আন্দোলনের উপর পুলিশি প্রতিবন্ধকতা তৈরি হয়। আন্দোলনও তীব্র হয়।

 

কৃষক আন্দোলনের খণ্ডচিত্র
  • 9/11

আন্দোলনরত চাষিদের আশঙ্কা ছিল, বিভিন্ন কৃষিপণ্যের জন্য তারা যে এতদিন সরকারের বেঁধে দেওয়া 'ন্যূনতম সহায়ক মূল্য' পেতেন, এই বিলগুলো পাস হওয়ার পর সেই নিশ্চয়তা আর থাকবে না। বিজেপি-নেতৃত্বাধীন শাসক জোট থেকে বেরিয়ে গিয়ে তাদের সবচেয়ে পুরনো শরিক অকালি দলের সুখবীর সিং বাদলও ঠিক এই যুক্তিই দেন।

কৃষক আন্দোলনের খণ্ডচিত্র
  • 10/11

নতুন বিলে সরকার নিয়ন্ত্রিত এই কৃষি মান্ডিগুলো অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে আশঙ্কা করেন তাঁরা। নীলকর সাহেবরা এক সময় যেভাবে দাদন দিয়ে কৃষকদের নীলচাষে বাধ্য করতেন, নতুন সিস্টেমে ছোট জমির মালিক ক্ষুদ্রচাষীরা অনেকটা একই রকম আশঙ্কায় ভুগতে শুরু করেন বলে বিভিন্ন অর্থনীতিবিদরা দাবি করেন।

কৃষক আন্দোলনের খণ্ডচিত্র
  • 11/11

নিজেদের ট্রাক্টর ও ট্রলি নিয়ে নিজ নিজ এলাকা থেকে দিল্লিতে ঠাণ্ডায় জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন দেশের নানা প্রান্তের কৃষকরা।রাজধানীর 'লাইফলাইন' জাতীয় সড়ক ৪৪ কার্যত তাদেরই দখলে চলে যায় দীর্ঘদিন। দিল্লির বুকে অবস্থানরত এই হাজার হাজার কৃষক কেন্দ্রীয় সরকারের দেওয়া আগাম আলোচনার প্রস্তাবও এদিন ফিরিয়ে দেন তাঁরা। তাঁদের দাবি ছিল আইনগুলি বাতিল ছাড়া আর কোনও আলোচনা নয়।

Advertisement