scorecardresearch
 
Advertisement
দেশ

নতুন সংসদ ভবনের কাজ দেখতে রাতে সেন্ট্রাল ভিস্তায় PM মোদী, দেখুন

 সেন্ট্রাল ভিস্তায় PM মোদী
  • 1/7

রবিবার রাতে সেন্ট্রাল ভিস্তায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি সেখানে নতুন সংসদ ভবনের কাজ খতিয়ে দেখেন। এদিন রাত ৮ টা ৪৫ মিনিট নাগাদ সেন্ট্রাল ভিস্তায় যান তিনি। প্রায় এক ঘণ্টা কাটান সেখানে। 

 সেন্ট্রাল ভিস্তায় PM মোদী
  • 2/7

সূত্রের খবর, সেন্ট্রাল ভিস্তায় নমো যে যাবেন সেই খবর আগে থেকে কারও কাছে ছিল না। ফলে প্রধানমন্ত্রীর ঘটনাস্থলে আসায় অনেকেই অবাক হন। এদিন মাথায় হেলমেট পরে নতুন সংসদ ভবনের কাজ খতিয়ে দেখতে যান নরেন্দ্র মোদী। 

 সেন্ট্রাল ভিস্তায় PM মোদী
  • 3/7

প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবনের কাজ খতিয়ে দেখতে যাওয়ার ছবি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি সেখানে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। কাজ নিয়ে খোঁজখবর নিচ্ছেন। 

Advertisement
 সেন্ট্রাল ভিস্তায় PM মোদী
  • 4/7

জানা গিয়েছে, সেখানে উপস্থিত আধিকারিকদের সঙ্গেও কথা বলেন নমো। কাজ কতটা এগিয়েছে, কীভাবে এগোচ্ছে ইত্যাদি খোঁজখবর নেন। 

 সেন্ট্রাল ভিস্তায় PM মোদী
  • 5/7

প্রসঙ্গত, কোরনার সময় বিপুল খরচ করে নতুন সংসদ ভবনের বিরোধিতা করেছে বিরোধীরা। এই নিয়ে তারা প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারকে আক্রমণও করেছে। 

 সেন্ট্রাল ভিস্তায় PM মোদী
  • 6/7

সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্ট আটকানোর জন্য সুপ্রিম কোর্টেও মামলা হয়েছিল। বিজেপি বিরোধী দলগুলি করোনা কালে পয়সার ধ্বংস করার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে এই মামলা করেছিল। 

 সেন্ট্রাল ভিস্তায় PM মোদী
  • 7/7

কিন্তু সুপ্রিম কোর্ট এই প্রোজেক্ট বন্ধ করার দাবি খারিজ করে দেয়। প্রসঙ্গত, প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে এখানে নয়া পার্লামেন্ট ও কেন্দ্রীয় সরকারের নানা কার্যালয় তৈরি হবে। 
 

Advertisement