scorecardresearch
 
Advertisement
দেশ

মোদীর সঙ্গে এক আসনে, বিশ্বের প্রথম ১০০ প্রভাবশালীর তালিকায় ঠাঁই মমতার

Modi
  • 1/9


আগামী ১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোীর জন্মদিন। তার আগেই এল সুখবর। বিশ্বের বিখ্যাত টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে প্রকাশিত ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Modi
  • 2/9


বিশ্বের সবথেকে প্রসিদ্ধ ম্যাগাজিনের মধ্যে একটি টাইম ম্যাগাজিন। এই বিশ্বখ্যাত ম্যাগাজিন ২০২০ সালের সবথেকে প্রভাবশালী ব্যাক্তিদের তালিকা যখন প্রকাশ করেছিল তাতেও নামছিল ভারতের প্রধানমন্ত্রীর। 

100 Most Influential
  • 3/9

টাইম ম্যাগাজিন প্রতি বছরই এই লিস্ট সামনে আনে। এই তালিকায় বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যাক্তিদের নাম থাকে। এই নিয়ে তৃতীয়বার এই তালিকায় এলেন ভারতীয় প্রধানমন্ত্রী। 

Advertisement
100 Most Influential
  • 4/9

গতবার টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ব্যাক্তিদের তালিকায় একমাত্র ভারতীয় রাজনীতিক হিসেবে ছিলেন নরেন্দ্র মোদী। এবার অবশ্য তাঁর সঙ্গে জুড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও।
 

100 Most Influential
  • 5/9

এবার আন্তর্জাতিক স্তরে বড় স্বীকৃতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাইমস ম্যাগাজিনের বিশ্বের সবথেকে ১০০ জন প্রভাবশালীর তালিকায় আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও।
 

100 Most Influential
  • 6/9

এবারের বিধানসভা ভোটে কার্যত একাই মোদী-শাহদের পর্যদুস্ত করেছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে টাইম ম্যাগাজিনের বিররণে লেখা হয়েছে, ‘ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অর্থ এবং লোকবল সত্ত্বেও ২ মে আপাতদৃষ্টিতে অপরাজেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্তারাবাদী উচ্চাকাঙ্খার বিরুদ্ধে উনি (মমতা) দুর্গের মতো দাঁড়িয়েছিলেন, যখন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন।’ সেই বিবরণে আরও বলা হয়েছে, ‘মমতার বিষয়ে বলা হয় যে উনি নিজের দল তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না। তিনিই হলেন দল। পুরুষতান্ত্রিক সংস্কৃতির মধ্যে তাঁর স্ট্রিট-ফাইটার মনোভার এবং নিজের হাতে গড়া জীবনই তাঁকে আলাদা করে তুলেছে।’
 

100 Most Influential
  • 7/9

তালিকায় মোদী-মমতা ছাড়াও আরও এক ভারতীয়র নাম রয়েছে। করোনার টিকা কোভিশিল্ডের নির্মাতা তথা সিরাম ইনস্টিটিউটের কর্মধার আদার পুনাওয়ালা। 
 

Advertisement
100 Most Influential
  • 8/9

টাইম বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তিদের নিজেদের ম্যাগাজিনে জায়গা দেয়। গতবার টাইম ম্যাগাজিনর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ভারতীয় অভিনেতাদের মধ্যে ছিলেন আয়ুষ্মান খুরানা,গুগলের সিইও সুন্দর পিচাই, শাহিন বাগের দাদি বিলকিস বেগম। এছাড়াও ২০১৯ সালে  লন্ডনে এক রোগীকে এইচআইভি থেকে সুস্থ করায় প্রোফেসর রবিন্দ্র গুপ্তাকেও এই তালিকায় রাখা হয়েছিল।

100 Most Influential
  • 9/9

গত ১৮ বছর ধরেই রাজনীতি, ব্যবসা, সমাজসেবা-সহ ছয়টি ক্ষেত্রে বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করে আসছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাইম ম্যাগাজিন। 

Advertisement