Advertisement
দেশ

Narendra Modi Familiy: সাধারণ জীবনযাপন করতেন হীরাবেন, প্রধানমন্ত্রীর ভাই-বোনেরা কী করেন?

  • 1/10

শুক্রবার ভোরে প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। বয়স হয়েছিল ১০০ বছর। গুজরাতের আমদাবাদের একটি হাসপাতালে হীরাবেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সন্ধ্যায় হীরাবেনকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার মায়ের সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ৫ ছেলে এবং একটি মেয়েকে রেখে পঞ্চভূতে বিলীন হলেন হীরাবেন। ছেলে প্রধানমন্ত্রী হলেও সবসময় সাদাসিধে জীবনযাপন করতেন। পিএম মোদির বাকি ভাইবোনরাও সবসময় প্রচারের আলো থেকে দূরে থাকেন। প্রধানমন্ত্রী মোদীর পরিবার সম্পর্কে খুব কমই খবর জানেন লোকে। চলুন জেনে নিই প্রধানমন্ত্রী মোদীর পরিবারে কারা আছেন এবং তাঁরা কী করেন। নরেন্দ্র মোদীর বাবা দামোদর দাস মোদীর মোট ৫ ভাই ছিল- নরসিংহ দাস, নরোত্তম দাস, জগজীবন দাস, জয়ন্তীলাল, কান্তিলাল। জয়ন্তী লাল শিক্ষক হিসেবে অবসর নিয়েছেন। জয়ন্তী লালের মেয়ে লীনা বেনের স্বামী বিসনগরে বাস কন্ডাক্টর ছিলেন।

  • 2/10

প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেনের সঙ্গে বিয়ে হয়েছিল দামোদরদাস মুলচাঁদ মোদীর। হীরাবেন ও দামোদরদাস মোদীর ৬ সন্তান। এর মধ্যে নরেন্দ্রী মোদী তৃতীয়। হীরাবেনের অন্যান্য সন্তানরা হলেন- অমৃত মোদী, পঙ্কজ মোদী, প্রহ্লাদ মোদী, সোমা মোদী এবং কন্যা বাসন্তী বেন হাসমুখলাল মোদী।

  • 3/10

বাসন্তীবেন মোদীর একমাত্র বোন। মিডিয়াতেও বাসন্তীবেনের নাম খুব কমই শোনা যায়। বাসন্তীবেনের স্বামীর নাম হাসমুখ ভাই। হাসমুখ ভাই এলআইসিতে ছিলেন। হীরার মতো বসন্তীবেনও একজন গৃহিণী। বাসন্তীবেন ৫ ভাইয়ের একমাত্র বোন।

Advertisement
  • 4/10

প্রধানমন্ত্রী মোদীর বড়দা নাম সোমা মোদী। তিনি স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন। এখন অবসরজীবন কাটাচ্ছেন। আমদাবাদে একটি বৃদ্ধাশ্রম চালান। সমাজসেবা করেন।

  • 5/10

মোদীর মেজদা অমৃত মোদী। তিনি থাকেন আমদাবাদে থাকেন। তার স্ত্রীর নাম চন্দ্রকান্ত বেন। অমৃত একসময় লেদ মেশিন অপারেটর ছিলেন। এখন তিনি আমদাবাদের ঘাটলোদিয়ায়  চার রুমের একটি বাড়িতে অবসর জীবনযাপন করছেন। তাঁর ছেলে সঞ্জয়, স্ত্রী ও সন্তানরা  সঙ্গে থাকেন। সঞ্জয় একটি ছোট ব্যবসা চালান। লেদ মেশিনের যন্ত্রাংশ তৈরি করেন।

  • 6/10

অমৃতভাই মোদীর পর হীরাবেনের তৃতীয় সন্তান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
 

  • 7/10

প্রধানমন্ত্রী মোদীর ছোট ভাইয়ের নাম প্রহ্লাদ মোদী। তিনি আমদাবাদে একটি রেশন দোকান চালান। একটি টায়ারের শোরুমও রয়েছে। প্রহ্লাদ মোদীর স্ত্রী ভগবতীবেন মোদী ২০১৯ সালে হার্ট অ্যাটাকে মারা যান। সম্প্রতি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন প্রহ্লাদ মোদী। সপরিবারে মহীশূর থেকে বান্দিপোরা যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনার সময় গাড়িতে প্রহ্লাদ মোদির সঙ্গে তাঁর ছেলে, পুত্রবধূ ও নাতিও ছিলেন। সবসময় রাজনীতি থেকে দূরে থাকলেও সামাজিক কাজে জড়িয়ে রয়েছেন । রেশন ডিলারদের দাবিদাওয়া নিয়ে সরব হয়েছে বহুবার।  

Advertisement
  • 8/10

মোদীর সর্বকনিষ্ঠ ভাইয়ের নাম পঙ্কজ মোদী। পঙ্কজ গান্ধীনগরে থাকেন। তাঁর স্ত্রীর নাম সীতাবেন। পঙ্কজ তথ্য বিভাগ থেকে অবসর নিয়েছেন।হীরাবেন পঙ্কজের সঙ্গে থাকতেন।

  • 9/10

নরেন্দ্র মোদীর কাকা নরসিমা দাস মোদীর ছেলে ভারত মোদী ভদনগর থেকে ৬৫ কিলোমিটার দূরে একটি পেট্রোল পাম্পে কাজ করেন৷ নরেন্দ্র মোদীর বাকি খুড়তুতো ভাইবোনেরাও বিভিন্ন ধরনের কাজ করেন।
 

  • 10/10

প্রধানমন্ত্রী মোদীর পরিবার সবসময়ই প্রচারের আলো  থেকে দূরে থাকেন। একবার প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে আমার ভাই এবং ভাগ্নে খুব সাধারণ জীবনযাপন করছেন। কখনও আমার উপর চাপ দেওয়ার চেষ্টা করেননি। আজকের দিনে এটা সত্যিই বিরল।

Advertisement