Advertisement
দেশ

PM Modi Turban: প্রজাতন্ত্র দিবসে মোদীর পাগড়ি VIRAL, এবারে কেন স্পেশাল?

PM Modi Turban
  • 1/10

নিজের চিরাচরিত ঐতিহ্য বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনে দিল্লির কর্তব্যপথে তাঁর মাথায় ফের দেখা গেল একটি রঙিন পাগড়ি। যা সকলেরই নজর কেড়েছে। এবারের পাগড়িটির অভিনবত্ব কী? 

PM Modi Turban
  • 2/10

এক দশকেরও বেশি সময় থেকে স্বাধীনতা এবং সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মাথায় দেখা যায় একের ধরনের পাগড়ি। ভিন্ন ভিন্ন অঞ্চলের সংস্কৃতির থেকে অনুপ্রাণিত হয়ে রঙিন পাগড়ি বেছে নেন তিনি। যা অনুষ্ঠানের মূল আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় দেখা গিয়েছে জমকালো এক পাগড়ি।
 

PM Modi Turban
  • 3/10

৭৭তম সাধারণতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর পাগড়ি ছিল উজ্জ্বল মেরুন এবং সোনালির সমন্বয়ে তৈরি। যার সঙ্গে সবুজ ও বেগুনি আভা দেখা গিয়েছে। 

Advertisement
PM Modi Turban
  • 4/10

টাই-অ্যান্ড-ডাই নকশার এই পাগড়িতে সোনালি জড়ি বুননের কাজ রয়েছে। পাগড়িটিকে আরও রাজকীয় করে তোলে এটির সৌন্দর্যময় কারুকার্য। 

PM Modi Turban
  • 5/10

ঐহিত্যবাহী রাজস্থানী আদলে তৈরি এই পাগড়ি সাধারণতন্ত্র দিবসের পরিবেশের সঙ্গে দারুণ মানিয়েছে। কর্তব্য পথে জড়ো হওয়া অতিথিদের চোখে এটি আলাদা নজর কাড়ে এদিন। 

PM Modi Turban
  • 6/10

পাগড়ির সঙ্গে প্রধানমন্ত্রী পরেছিলেন গাঢ় নীল ও সাদা কুর্তা-পাজামা এবং হাল্কা নীল নেহরু জ্যাকেট। এদিন শুরুতেই তিনি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের কর্তব্য পথে স্বাগত জানান। 

PM Modi Turban
  • 7/10

২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও তাঁর পোশাক এবং পাগড়ির মাধ্যমে বিশেষ ছাপ ফেললেন। তাঁর উজ্জ্বল রঙের পাগড়িটি দৃষ্টিনন্দন। এই পাগড়ি আসলে উদযাপন, সৌভাগ্য এবং ঐতিহ্যের প্রতীক। 

Advertisement
PM Modi Turban
  • 8/10

প্রতি বছরই প্রধানমন্ত্রীর পাগড়ি আলোচনার বিষয় হয়ে ওঠে। গত কয়েক বছরে তাঁর পাগড়িগুলোতে বৈচিত্র্য দেখা গিয়েছে। ২০২৫ সালে পরেছিলেন একটি গেরুয়া রঙের পাগড়ি। সঙ্গে সাদা কুর্তা-চুরিদারের সঙ্গে গেরুয়া রঙের বন্ধগলা জ্যাকেট এবং একটি তেরঙা উত্তরীয়। 
 

PM Modi Turban
  • 9/10

২০২৪ সালে রাজস্থানি লেহেরিয়া প্রিন্টের পাগড়ি পরেছিলেন, সঙ্গে ছিল হালকা নীল রঙের বন্ধগলা জ্যাকেট। ২০২৩ সালের ১০ম স্বাধীনতা দিবসের ভাষণে তিনি রাজস্থানি পাগড়ি পরেছিলেন। 
 

PM Modi Turban
  • 10/10

২০২২ সালে পরেছিলেন, যার উপর তেরঙা স্ট্রাইপ ছিল। ২০২১ সালে কোলাপুরি ফেটা স্টাইলের পাগড়ি পরেছিলেন, যা তাঁর গোড়ালির নীচ পর্যন্ত লম্বা ছিল। রাজস্থানি স্টাইলের কমলা ও সবুজ রঙের পাগড়ি পরেছিলেন ২০১৯ সালে। 

Advertisement