Advertisement
দেশ

Seema Anand: ৬৩-র প্রৌঢ়াকে বিছানায় পেতে চায় ১৫-র কিশোর, কে এই সীমা?

Seema Anand
  • 1/10

কেউ বলছেন 'কামদেবী'। কেউ দাগিয়ে দিচ্ছেন, 'যৌনতার আইকন' হিসেবে। নিজের জীবনের অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে অকপট সীমা আনন্দ এখন নেটপাড়ায় সেনসেশন। সোজাসাপটা আলোচনা করতে এতটুকু দ্বিধাবোধ করেন না সীমা আনন্দ। ৬৩ বছরের এই প্রৌঢ়া যে ভাবে খোলাখুলি যৌনতার পাঠ পড়াচ্ছেন, তাতে ইমপ্রেসড জেন জি। কে এই সীমা? 

Seema Anand
  • 2/10

নিজের ইউটিউব চ্যানেলে খোলামেলা আলোচনায় বসেন লেখিকা ও যৌনশিক্ষা প্রদানকারী সীমা আনন্দ। যৌনতা নিয়ে অকপট আলোচনা করেন সেখানে। যৌন আলোচনা নিয়ে ‘ঢাক ঢাক গুড় গুড়ের’ তাঁর। জনসমক্ষে যৌনতা এবং যৌনজীবন নিয়ে কথা বলতে কোনও সঙ্কোচ করেন না। সমাজে রাতারাতি ছক ভাঙছেন ৬৩ বছরের এই প্রৌঢ়া। 

Seema Anand
  • 3/10

ভারতীয় সংস্কৃতিতে প্রকাশ্যে যৌনতা নিয়ে কথা বলতে অনেকেই লজ্জায় লাল হন। তাঁর গলা কাঁপে না। কিন্তু পডকাস্ট থেকে ইউটিউব, যৌনতা ও সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলা পছন্দ করেন সীমা। স্পষ্ট ভাবে প্রকাশ করেন নিজের মত। যৌনতা নিয়ে হাজারো মিথও ভেঙেছেন তিনি। যৌনতার পাঠ পড়াতে নিজের ইউটিউব চ্যানেলে নিজের জীবনের অন্তরঙ্গ মুহূর্ত নিয়েও আলোচনা করতে কুণ্ঠাবোধ করেননি। 

Advertisement
Seema Anand
  • 4/10

ফেসবুক, ইউটিউবে সীমার একাধিক ভিডিও এখন হট কেক। অনেকেই তা নিয়ে তাই নাক সিঁটকাচ্ছেন। ৬৩ বছরের সীমা যৌনতাকে মেলে ধরেছেন, তাও আবার সহজ ভাষায়। নীতি পুলিশগিরি যাঁরা করেন, তাঁদের মোটে ধাতে সয়নি বিষয়টা। তাঁর ভিডিওগুলি দেখে কেউ কেউ তাই সীমাকে তকমা দিচ্ছেন, 'যৌনগন্ধী' কিংবা 'রগরগে' বলে। 

Seema Anand
  • 5/10

কাঁধ পর্যন্ত ঢেউখেলানো কাঁচা-পাকা চুল। কপালে সাদা টিপ, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক। নজরকাড়া একের পর এক শাড়ি পরে ভিডিওতে ধরা দেন সীমা আনন্দ। বলেন, নিজের জীবনের রগরগে যৌনতার নানা অভিজ্ঞতা। তাঁর বাচনভঙ্গি, সম্মোহনী কণ্ঠস্বর দিয়ে মাতিয়ে রাখেন একের পর এক পডকাস্ট। 

Seema Anand
  • 6/10

সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা জানান, এক ১৫ বছর বয়সি কিশোর প্রেমের প্রস্তাব দিয়েছিল। শয্যাসঙ্গী হতে চেয়েছিল ৬৩ বছরের সীমার। তিনি যে কতটা আকর্ষণীয়, তা বলতেও কোনও রাখঢাক করেনি সেই কিশোর। এমনকি অত্যন্ত কদর্য ভাষায় সেই কিশোর তাঁর থেকে চার গুণ বড় সীমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল বলে জানান তিনি। 

Seema Anand
  • 7/10

১৫ বছর বয়সি কিশোরের কথা উল্লেখ করার পর থেকেই সমালোচনার ঝড় নেটপাড়ায়। এই ধরনের আলোচনায় কোনও নাবালককে টেনে আনা অনুচিত মনে করছেন অধিকাংশই। কারণ এখানে কৌতূহল বা সামাজিক পর্যবেক্ষণকে ছাপিয়ে দায়িত্ব, সীমানা এবং নাবালক সুরক্ষার প্রশ্ন চলে আসছে।

Advertisement
Seema Anand
  • 8/10

যদিও যৌনতাকে বয়সের গণ্ডিতে বেঁধে রাখতে নারাজ সীমা। যৌনতায় নারী-পুরুষের সমানাধিকারের প্রসঙ্গও সীমা বারবার তাঁর আলোচনায় তুলে ধরেন।

Seema Anand
  • 9/10

কীভাবে যৌনতা উপভোগ করা যায়, সে বিষয়ে নানা সময় খোলাখুলি নিজের মত প্রকাশ করেছেন লন্ডননিবাসী ৬৩ বছরের সীমা আনন্দ। 

Seema Anand
  • 10/10

যৌনতা নিয়ে নানা ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি পৌরাণিক কাহিনিবিদ এবং পেশাদার লেখিকা। ‘দ্য আর্টস অফ সিডাকশন’ নামের একটি বইও প্রকাশ হয়েছে সীমার। মহাভারত, রামায়ণ, তান্ত্রিক দর্শন, কামসূত্র এবং ভগবদ্গীতার উপরও নানা বিশ্লেষণমূলক আলোচনা করে থাকেন তিনি। তবে তাঁর বিশেষত্ব হল নর-নারীর সম্পর্ক ও যৌনতার মতো সংবেদনশীল বিষয়গুলি নিয়ে খোলামেলা আলোচনা। 

Advertisement