Advertisement
দেশ

Rehan Vadra Aviva Beg: মামা রাহুলের আগে বিয়ে ভাগ্নে রেহানের, প্রিয়াঙ্কার 'বউমা' কে? আভিভাকে চিনে নিন

Rehan Vadra Aviva Beg
  • 1/10

 কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে রেহান ভঢরা শীঘ্রই তাঁর বান্ধবী আভিভা বেগের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। বাগদান হবে কিছুদিনের মধ্যেই। অনুষ্ঠানটি হতে চলেছে অত্যন্ত গোপনীয়। যেখানে উভয় পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত থাকবেন। 

Rehan Vadra Aviva Beg
  • 2/10

রাজস্থানে বসবে বাগদানের আসর। ২-৩ দিনের অনুষ্ঠান হবে। তবে তারিখ এখনও প্রকাশ্যে আনা হয়নি। ২০২৬ সালের জানুয়ারিতেই এই এনগেজমেন্ট হতে চলেছে বলে খবর। 
 

Rehan Vadra Aviva Beg
  • 3/10

রেহান বঢরার বান্ধবী আভিভা বেগ দিল্লির একজন পেশাদার ফটোগ্রাফার। রেহান এবং আভিভার আলাপ হয় কয়েক বছর আগে কর্মসূত্রেই। দু'জনেরই ভ্রমণ এবং ফটোগ্রাফির প্রতি আগ্রহ রয়েছে। সে কারণেই কাছাকাছি আসেন তাঁরা। 

Advertisement
Rehan Vadra Aviva Beg
  • 4/10

২৫ বছর বয়সী রেহান বঢরা একজন ওয়াইল্ডলাইফ এবং নেচার ফটোগ্রাফার। তাঁর ছবিগুলি প্রদর্শনী এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শিত হয়। আভিভারও ট্রাভেল ফটোগ্রাফির প্রতি আগ্রহ রয়েছে। তিনি রেহানের সঙ্গে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করেছেন। 

Rehan Vadra Aviva Beg
  • 5/10

 ইনস্টাগ্রামে আভিভার ১০ হাজারেরও বেশি ফলোয়ার আছে। তিনি ফটোগ্রাফিও পছন্দ করেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসারে তিনি একজন প্রযোজকও। 
 

Rehan Vadra Aviva Beg
  • 6/10

উভয় পরিবারই এই সম্পর্ক নিয়ে খুশি এবং পারস্পরিক সম্মতিতে বিয়ের তারিখ নির্ধারণ করবে।

Rehan Vadra Aviva Beg
  • 7/10

আভিভা বেগ দিল্লির বাসিন্দা। রেহান ভঢরা ফটোগ্রাফির পাশাপাশি শিল্পকলার সঙ্গেও জড়িত। 

Advertisement
Rehan Vadra Aviva Beg
  • 8/10

 দু'জনেরই রুচি একরকম। রেহান ভঢরাকে মা প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে, একবার রাহুল গান্ধীর সঙ্গেও একটি ভিডিওতে দেখা গিয়েছ। তবে রাজনীতি থেকে দূরেই থাকেন তিনি। 
 

Rehan Vadra Aviva Beg
  • 9/10

 'ডার্ক পারসেপশন' নামে একটি একক প্রদর্শনীও হয়েছে রেহান বঢরার। কলকাতাতেও তাঁর একটি প্রদর্শনী হয়েছে। 

Rehan Vadra Aviva Beg
  • 10/10

 আভিভা বেদ দিল্লির মর্ডান স্কুল এবং ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে মিডিয়া/সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। তার ফোটগুলি দৈনন্দিন জীবনের সারল্য এবং জটিলতার সংমিশ্রণকে তুলে ধরে। তার আলোকচিত্রগুলি বিভিন্ন প্ল্যাটফর্মে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হয়। 

Advertisement