সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশপ্রেমের রঙে ঢেকেছে গোটা দেশ। তেরঙা আলোয় ঢেকেছে দিল্লি। দেশপ্রেমের শিখা সর্বত্র জ্বলছে।
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা সাজানো হয়েছে আলোয়। তেরঙার আলো ছেয়ে গিয়েছে। সাধারণতন্ত্র দিবসের এই আলোকসজ্জা উপভোগ করতে রাজধানীতে আসছে মানুষ।
দিল্লির পাশাপাশি, তামিলনাড়ুতেও সেজেছে সবুজ-সাদা-গেরুয়ার নিয়ন আলোয়। এই ছবিটি এমজি রামচন্দ্রন রেলওয়ে স্টেশনের। হয়ে উঠেছে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
তেরঙার তিন রঙে মেতে উঠেছে মহারাষ্ট্রও। ছবিটি মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের। এ ছাড়া বিএমসি অফিস ও মন্ত্রকেও একইভাবে সাজানো হয়েছে।
ইন্ডিগা গেট দিল্লির পর্যটনের একটি বড় কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এটি দেখতে আসে। এখন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই ইন্ডিয়া গেট হলুদ আলোযকস্নাত হয়।
পুদুচেরিতেও সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানকার মানুষও যে দেশপ্রেমে নিমজ্জিত হয়েছে তারই সাক্ষী এই ছবি। প্রতিটি সরকারি ভবন এভাবেই সাজানো হয়েছে।
বম্বে স্টক এক্সচেঞ্জ, যেখান থেকে সমস্ত ব্যবসা পরিচালিত হয়, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সাজানো হয়েছে। রাতের আঁধারে তেরঙা আলো দৃষ্টিকে অপূর্ব করে তুলেছে। মায়ানগরীর আরও অনেক ভবনও সাজানো হয়েছে।
এখন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী দিল্লিকে শুধু সাজানো হয়নি, নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সর্বত্র পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। পুলিশও প্রস্তুত মাঠে।