scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Rahul Gandhi Fitness Secret : ভারত জোড়ো যাত্রায় দীর্ঘ পদযাত্রা রাহুলের, কংগ্রেসে নেতার ফিটনেসের রহস্য কী?

রাহুল গান্ধী
  • 1/6

ভারত জোড়া যাত্রাকে ঘিরে রীতিমতো রাজনৈতিক চর্চার কেন্দ্রে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মাইলের পর মাইল হেঁটে ভারত জোড়ো যাত্রায় নেতৃত্ব দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেসের গোপন তথ্য শেয়ার করেছেনে এই কংগ্রেস নেতা। 
 

রাহুল গান্ধী
  • 2/6

ভারত জোড়া যাত্রা (Bharat Jodo Yatra) চলাকালীন রাজস্থানে এক সাক্ষাৎকার দেন রাহুল গান্ধী। সেই সাক্ষাৎকারে তিনি কী খেতে ভালবাসেন, আর কী পছন্দ করেন না, সেই সমস্ত বিষয়ে জানিয়েছেন। 

রাহুল গান্ধী
  • 3/6

রাহুল গান্ধী জানান, তিনি মটর খেতে পছন্দ করেন না। একইসঙ্গে যখন তিনি তেলেঙ্গানায় ছিলেন, সেই  সময় সেখানকার স্পাইসি খাওয়ারও তাঁর ভাল লাগেনি। কারণ সেই খাবার খুবই ঝাল ছিল। 
 

Advertisement
রাহুল গান্ধী
  • 4/6

বাড়িতে থাকলে খাবারদাবার নিয়ে খুবই সচেতন থাকেন রাহুল গান্ধী। সব সময়ই স্বাস্থ্যকর খাওয়ার খান তিনি। রাহুল মিষ্টি খুব একটা খান না। তবে আইসক্রিম তাঁর খুব পছন্দের। একসঙ্গে ২টি আইসক্রিমও খেতে পারেন তিনি। 

আরও পড়ুন - ছোটবেলা, স্কুল ও সরস্বতী পুজো; এই ৫ স্মৃতি যা কখনও ভোলার নয়

রাহুল গান্ধী
  • 5/6

আমিষের মধ্যে চিকেন, মাটন ও সি ফুড খেতে ভালবাসেন তিনি। এছাড়া পুরনো দিল্লির ফুচকাও তাঁর খুব প্রিয়। এছাড়া মোতি মহলের বাটার চিকেনও তাঁর বেশ পছন্দের। 

রাহুল গান্ধী
  • 6/6

কার্বোহাইড্রেট তিনি এড়িয়ে চলার চেষ্টা করেন। তবে যদি ভাত বা রুটির মধ্যে কোনও একটি খেতে হয়, তাহলে তিনি রুটি খান। সকালে তিনি মূলত কফি খান। আর সন্ধ্যায় খান চা। অন্যদিকে চিকেন টিক্কা, সিক কাবাব এবং অমলেটও তাঁর খুব পছন্দের খাবার।  

Advertisement