Advertisement
দেশ

PHOTOS: আলোয় সেজেছে কাশী, নতুন 'ভব্য ও দিব্য' বিশ্বনাথ ধামের দর্শন করুন

  • 1/10

সেজে উঠে গোটা কাশী। নব নির্মিত কাশী বিশ্বনাথ ধামকে স্বাগত জানাচ্ছে সমগ্র নগর। গোটা এলাকা সেজে উঠেছে আলোর মালায়। রাতের কাশী যেন আরও মোহময়ী।

  • 2/10

কাশীতে এখন অকাল দীপাবলি। ৫৪ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তার কাশী বিশ্বনাথ করিডরের। প্রদীপ, আলোয় সেজে উঠেছে।
 

  • 3/10

গোটা প্রকল্প শেষ হতে লেগেছে প্রায় ৩২ মাস। ৫০০ সাধু মন্ত্রোচ্চারণের মাধ্যমে যার দ্বারোদঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Advertisement
  • 4/10

এটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। গোটা প্রকল্পকে তদারকি করেছেন তিনি। উত্তরপ্রদেশে যোগী সরকার থাকায় সেই কাজে আরও গতি এসেছে। গোটা দুনিয়ার কাছে আরও আকর্ষণ বাড়বে কাশী বিশ্বনাথ ধামের।  

  • 5/10

দুনিয়ার পবিত্র ও প্রাচীন শহর হিসেবে খ্যাত কাশী। বিশ্বনাথ এখানে ব্রহ্মাণ্ডের স্বামী। শিবের ১২ জ্যোর্তিলিঙ্গের অন্যতম এটি। গঙ্গার পশ্চিম পারের নগরী কাশী শিব ও পার্বতী পছন্দের শহর। 

  • 6/10

দশাশ্বমেধ ঘাটে ঐতিহাসিক কাশী মন্দিরের আশেপাশে এখন ভক্তদের ঢল। সংকীর্তনও চলছে। 

  • 7/10

নতুন করিডরে লেজার শোয়ের ব্যবস্থা রয়েছে। কাশীর বাসিন্দারাও সামিল হয়েছেন এই মহাসমারোহে। আলপনা দিয়েছেন, প্রদীপ জ্বালিয়েছেন তাঁরা। 
 

Advertisement
  • 8/10

এখানে ২৩টি ছোট-বড় ভবন ও ২৭টি মন্দির রয়েছে করিডর চত্বরে। আর অলিগলি দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে না ভক্তদের। ২২টি শিলায় প্রতিভাত রয়েছে কাশীর মহিমা। রয়েছে তিনটি যাত্রী সুবিধা কেন্দ্র, চারটি শপিং কমপ্লেক্স, হল, যাদুঘর ও গ্যালারি।                    

  • 9/10

সনাতনীদের বিশ্বাস, কাশী বিশ্বনাথ দর্শনে সমস্ত পাপ থেকে মেলে মুক্তি। মৃত্যুর পর মেলে মোক্ষ।   

  • 10/10

কাশীতে ভব্য মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষে লক্ষ কিলোর লাড্ডু তৈরি হয়েছে। ৪ লক্ষ পরিবারের কাছে পৌঁছবে প্রসাদ। 

Advertisement