scorecardresearch
 
Advertisement
দেশ

Sikkim Heavy Snowfall : সিকিমে ভয়াবহ তুষারপাত, বহু ট্যুরিস্ট আটকে, একাধিক মৃত্যুর আশঙ্কা

সিকিমে তুষারপাত
  • 1/6

প্রবল তুষারপাতে (Sikkim Heavy Snowfall) বিধ্বস্ত প্রতিবেশী রাজ্য সিকিম। সোমোগো যাওয়ার পথে ১৭ মাইল এলাকার কাছে মঙ্গলবার কার্যত তুষার ধস নামে। যার জেরে ইতিমধ্য়েই কয়েকজন পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আটকেও রয়েছেন প্রচুর পর্যটক। 

সিকিমে তুষারপাত
  • 2/6

বেশ কিছু পর্যটক তুষারে চাপা পড়ে যান বলেও খবর। দ্রুত তাঁদের উদ্ধার কাজে হাত লাগান হয়। স্থানীয় গাইড ও এলাকাবাসীরা তুষার সরিয়ে উদ্ধার কাজ শুরু করে দেন। তবে খারাপ আবহাওয়া ও সন্ধে নেমে যাওয়ায় উদ্ধারকার্য বাধা পাচ্ছে। 

সিকিমে তুষারপাত
  • 3/6

জানা গিয়েছে, প্রায় দেড়শ পর্যটক ১৭ মাইল এলাকায় আটকে রয়েছেন। তাঁদেরকে নিরাপদে গ্যাংটকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী। 

Advertisement
সিকিমে তুষারপাত
  • 4/6

চলতি মরশুমে একাধিকবার তুষার ধস নেমেচে সিকিমে। ধসের জেরে উত্তর ও পূর্ব সিকিমের একাধিক পর্যটনকেন্দ্রে গাড়ি আটকে যায়। নাথুলা পাস, ছাঙ্গু লেক, জুলুক, লাচেং, জিরো পয়েন্টে আটকে যায় ৩ হাজারেরও বেশি গাড়ি। 

সিকিমে তুষারপাত
  • 5/6

জানা গিয়েছে, সোমবার রাত থেকেই দফায়-দফায় তুষারপাত চলছে পূর্ব সিকিমের নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু এলাকায়। ফলে ১৫ মাইলের পর আর পর্যটকদের যেতে দেওয়া হচ্ছিল না। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তুষারপাতের খবর পেয়ে এদিন সকালে বেশকিছু পর্যটক ছাঙ্গুর উদ্দেশ্যে রওনা দেন। আর তাতেই বিপদ বাঁধে। 

সিকিমে তুষারপাত
  • 6/6

স্থানীয় সূত্রে খবর, কিছু অতি উৎসাহী পর্যটক ছবি তোলার জন্য ১৫ মাইলে গাড়ি রেখে পায়ে হেঁটেই ১৭ মাইল পর্যন্ত পৌঁছে যান। সেখানে ছিল বরফের পুরুস্তর। তাতে পা দিতেই বরফের নিচে তলিয়ে যান তাঁরা।  

আরও পড়ুন - গানের পর এবার ফিল্মে অভিনয় ভুবনের, দেখুন ছবিটি

Advertisement