Advertisement
দেশ

Vava Suresh : বিষধর সাপ ধরা নেশা ছিল এই যুবকের! সেই সাপের কামড়েই...

  • 1/11

সাপের কামড় খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কেরলের বিখ্যাত সাপুড়ে ভাভা সুরেশ। (সব ছবি-ফেসবুক/Vava Suresh)

  • 2/11

সাপ ধরার জন্য কেরালা জুড়ে পরিচিত ভাভা সুরেশের। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি।

  • 3/11

ভাভা সুরেশ সাপ ধরতে অত্যন্ত পারদর্শী। বিভিন্ন বাড়ি থেকে বিষাক্ত সাপ ধরে তিনি নিরাপদ স্থানে ছেড়ে দিতেন।

Advertisement
  • 4/11

ভাভা সুরেশকে তিন দিন আগে ডাকা হয়েছিল একটি সাপ ধরতে। সাপটি কোট্টায়ামের একটি এলাকায় এসেছিল। 

  • 5/11

সোমবার সুরেশ কোট্টায়ামের কুরিচিতে ওই কোবরাটিকে ধরার চেষ্টা করেন। তখনই ঘটে যায় বিপত্তি।

  • 6/11

তখনই সাপটি তাঁর ডান পায়ে কামড় দেয়, সুরেশকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 

  • 7/11

বর্তমানে তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে সুরেশের।

Advertisement
  • 8/11

তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার সাপের কামড় খেয়েছেন সুরেশ।

  • 9/11

তবে প্রত্যেকবারই মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছিলেন তিনি।

  • 10/11

বিষধরের কামড়ে দুবার তাঁকে ভেন্টিলেটরে ভর্তি হতে হয়েছিল।

  • 11/11

তবে বর্তমানে সুরেশের অবস্থা ফের আশঙ্কাজনক। ভেন্টিলেটরের জন্য কোট্টায়াম মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হবে

Advertisement