Advertisement
দেশ

শ্বশুর-বউমার ঘনিষ্ঠ সম্পর্ক, ছেলেকে খুন করে চুপচাপ সারল শেষকৃত্য!

  • 1/4

ঘটনা নিয়ে যত হইচই না হয়, তাই তাড়াতাড়ি শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। অভিযোগ পেয়ে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

  • 2/4

মৃতের নাম জগজিৎ সিং (২৫)। অভিযোগ তাঁর বাবা ভোলা সিং আর স্ত্রী জসপ্রীতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলেক খুন করেছে বলে অভিযোগ। 

  • 3/4

এই কান্ড ঘটানার আগে রীতিমতো পরিকল্পনা করেছিল তারা। জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হয়েছে। আর কোনও তথ্য না-রাখার জন্য তড়িঘড়ি শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

Advertisement
  • 4/4

মানসার এসএসপি সুরেন্দ্র লম্বা জানিয়েছেন, এরকম একটা অভিযোগ পেয়েছি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার কথা জানার আগেই মৃতের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। যাতে তথ্যপ্রমাণ মিটিয়ে দেওয়া যায়। ঘটনার তদন্ত চলছে।

Advertisement